মাত্র কয়েক বছর পরেই পৃথিবী থেকে পাকাপাকি বিদায় নেবে সমস্ত রোগ! কী আশ্চর্য জিনিস আনছেন জাকারবার্গ?
Mark Zuckerberg: পৃথিবী থেকে যাবতীয় অসুখ মুছে দিতে চান 'মেটা'র সিইও মার্ক জাকারবার্গ এবং তাঁর স্ত্রী প্রিসিলা চ্যান। এই লক্ষ্য পূরণের জন্য তাঁরা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নেবেন। কৃত্রিম বুদ্ধিমত্তাকে জনগণের হিতে কাজে লাগাতে চান জাকারবার্গ।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মাত্র ৭৭ বছর পরেই যুগান্তকারী ঘটনা ঘটবে এ বিশ্বে! পৃথিবী থেকে যাবতীয় অসুখ মুছে দিতে চান 'মেটা'র সিইও মার্ক জাকারবার্গ এবং তাঁর স্ত্রী প্রিসিলা চ্যান। তাই ২১০০ সালের মধ্যে রোগমুক্ত পৃথিবী গড়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছে তাঁদের সংস্থা চ্যান জাকারবার্গ ইনিশিয়েটিভ সংক্ষেপে সিজেডআই (CZI)। এই লক্ষ্য পূরণের জন্য তাঁরা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নেবেন বলেই জানিয়েছেন। এর অর্থ দাঁড়াল, এআই-ই হবে জাকারবার্গের ওষুধ! কৃত্রিম বুদ্ধিমত্তাকে আসলে জনগণের হিতে কাজে লাগাতে আগ্রহী তিনি।
1/7
চ্যান জাকারবার্গ ইনিশিয়েটিভ
2/7
কোষ বিশ্লেষণ
photos
TRENDING NOW
3/7
আবিষ্কারের ফলাফল
5/7
অগ্রগতি অনিবার্য
6/7
কোষের কাজ
7/7
পূর্বাভাস
photos