৩ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই, মুখ খুললেন মণীষা কৈরালা

| Oct 24, 2019, 17:26 PM IST
1/10

দিল সে থেকে মন কিংবা বম্বে কিংবা আকেলে তুম আকেলে হাম কিংবা ১৯৪২ : আ লাভ স্টোরি, বলিউডে একের পর এক ব্লক বাস্টার এসেছে তাঁর হাত ধরে কিন্তু আচমকাই বলিউড থেকে কেন সরে যান তিনি?

2/10

বুঝতেই পারছেন বলিউড অভিনেত্রী মণীষা কৈরালার কথাই বলা হচ্ছে 

3/10

মণীষা কেন হঠাত বলিউড থেকে সরে যান, এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা য়ায়, ক্যানসারে আক্রান্ত মণীষা কৈরালা 

4/10

২০১২ সালে জরায়ুর ক্যানসারে আক্রান্ত হন বলিউডের এই অভিনেত্রী 

5/10

ওই সময় ক্যানসারের চিকিতসার সময় বিদেশে পাড়ি  দেন মণীষা। ওই সময় টানা ৩ বছর ধরে চিকিতসা চলে বলিউডের এই অভিনেত্রীর।

6/10

মণীষা বলেন, চিকিতসার সময় প্রতিদিন চিকিতসকদের তিনি জিজ্ঞাসা করতেন, আর কতদিন সময় রয়েছে তাঁর হাতে?  আর কতদিন তিনি বেঁচে থাকবেন বলেও চিকিতসকদের বার বার জিজ্ঞাসা করতে শুরু করেন বলিউডের এই অভিনেত্রী 

7/10

চিকিতসার মাঝে এমন সময় আসে যখন মৃত্যু ভয়ের সঙ্গে আপস করে নিয়েছিলেন তিনি, পাশাপাশি ফলে ওই সময় শান্ত মনে যোগ করতে শুরু করেন বলেও জানান মণীশষা 

8/10

মণীষা কৈরালার সঙ্গে ওই সময় খুব কম মানুষের যোগাযোগ ছিল, তবে যাঁরা তাঁর সঙ্গে ছিলেন, তাঁরা সব সময় মনের জোর জুগিয়েছেন বলেও জানান অভিনেত্রী

9/10

২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত টানা চিকিতসার সময় কেমোথেরাপিও চলতে শুরু করে তাঁর 

10/10

৩ বছর টানা চিকিতসা চলার পর অবশেষে আস্তে আস্তে স্বাভাবিক জীবনে তিনি ফিরে আসতে শুরু করেন বলে জানান মণীষা কৈরালা