রাজ্যে ডেঙ্গিতে ২৩ জনের মৃত্যু হয়েছে জানিয়ে প্রশাসনের উপরে ক্ষোভ উগরে দিলেন মমতা

| Nov 19, 2019, 22:49 PM IST
1/5

সুতপা সেন: মালদহের প্রশাসনিক বৈঠকে ডেঙ্গি মোকাবিলায় প্রশাসনের গাফিলতি ধরিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে সরকারি হাসপাতালে চিকিত্সা করানোর আবেদনও করলেন।     

2/5

মালদহের প্রশাসনিক বৈঠকে মমতা বলেন, ''সরকারিভাবে এখনও ২৩ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গিতে''। 

3/5

মুখ্যমন্ত্রীর বার্তা, সরকারি হাসপাতালে পরিকাঠামো রয়েছে ডেঙ্গি চিকিৎসার। কিন্তু জনগণ সচেতন নন। তাই সচেতনতার জন্য প্রচার করা হচ্ছে। সরকারি হাসপাতালে চিকিৎসা করানোর আবেদনও করলেন মমতা।  

4/5

মালদহে প্রচুর মশা। মুখ্যমন্ত্রী মালদহে রাত্রিবাস করবেন। সেই আবাসনে মশার উপদ্রবে বসতে পারেননি বলে দাবি করলেন মমতা। এই জেলায় মশার মোকাবিলায় ব্যবস্থা নেওয়া হয়নি বলে ক্ষোভপ্রকাশও করলেন। 

5/5

৩৪ নম্বর জাতীয় সড়ক বাইপাস চালু না হওয়ার জন্য কেন্দ্রকে তোপ দেগেছেন মমতা। ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের উদ্দেশে বলেন, "আপনারা যাদের ভোট দিয়েছেন সেই সব এমপি-দের বলুন কাজ করতে।''