New Year 2023: অর্জুনকে চুম্বন মালাইকার, হাতে হাত সিদ্ধার্থ কিয়ারার, পার্টিমুডে বলিউড

| Jan 01, 2023, 19:39 PM IST
1/10

পার্টিমুডে

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পার্টিমুডে গোটা বিশ্ব। সারা পৃথিবী জুড়ে চলছে সেলিব্রেশন। বাদ নেই বলিউডও। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই সব ছবি। একসঙ্গে পার্টি করতে দেখা গেল অর্জুন কাপুর, মালাইকা আরোরা ও বরুণ ধাওয়ান, নাতাশা দালালকে।  

2/10

ভাইরাল ছবি

নববর্ষে অর্জুনের গালে মালাইকার চুম্বন, ভাইরাল সেই ছবি।  

3/10

রাজস্থানে ভিকি-ক্যাট

ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ, এবছর নববর্ষ কাটাচ্ছেন রাজস্থানে। সম্পরতি জঙ্গল সাফারির ছবি পোস্ট করেন তারকা দম্পতি।  

4/10

হাউজ পার্টি

আলিয়া রণবীর হাউজপার্টিতে মজেছিলেন। হাজির ছিলেন তাঁদের পরিবার ও কাছের বন্ধুরা।  

5/10

নিউ ইয়ারে আলিয়া

সোশ্যাল মিডিয়ায় আলিয়া শেয়ার করেছেন সেই ছবি।  

6/10

একান্তে দুবাইয়ে

অন্যদিকে দুবাইয়ে নববর্ষের রাত একসঙ্গে কাটালেন তারকা দম্পতি বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা।  

7/10

করিনার নতুন বছর

প্রতিবারের মতো এবছরও নববর্ষ সুইজারল্যান্ডে কাটাচ্ছেন সইফ ও করিনা। সুবজ হাই থাই স্লিট গাউনে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করিনার ছবি।  

8/10

বিগ মুডে তৈমুর

করিনা শেয়ার করেছেন তৈমুরের ছবি। তার ছবি দেখেই বোঝা যাচ্ছে, কতটা মজা করছে ছোট্ট তারকা।  

9/10

একসঙ্গে কিয়ারা-সিদ্ধার্থ

বিয়ের গুঞ্জনের মাঝেই করণ জোহর ও মণীশ মালহোত্রার সঙ্গে একসঙ্গে পার্টি করতে দেখা গেল কিয়ারা আদবানী ও সিদ্ধার্থ মালহোত্রাকে।  

10/10

থাইল্যান্ডে অনন্যা

থাইল্যান্ডে পুল পার্টিতে নজর কাড়লেন অনন্যা পান্ডে।