'ভালোবাসি তোমায়', পুলওয়ামার শহিদের কানে বলেছিলেন স্ত্রী, যোগ দিচ্ছেন সেনায়
Feb 19, 2020, 18:16 PM IST
1/9
নিজস্ব প্রতিবেদন: পুলওয়ামায় সন্ত্রাসী হামলায় শহিদ হয়েছেন স্বামী। ঘরে ফিরেছিল মেজর বিভূতি ধৌনদিয়ালের কফিনবন্দি দেহ। অশ্রুনয়নে স্বামীর কানে নিকিতা কৌল ধৌনদিয়াল বলেছিলেন, 'ভালোবাসি তোমায়।' আরও একটা ফেব্রুয়ারি। সেই নিকিতাই যোগ দিতে চলেছেন সেনায়।
2/9
ভারতীয় সেনাবাহিনী ৫৫ রাষ্ট্রীয় রাইফেলসে ছিলেন মেজর বিভূতি ধৌনদিয়াল। গতবছর ১৭ ফেব্রুয়ারি সেনা-জঙ্গি সংঘর্ষে শহিদ হন মেজর। জয়েশ জঙ্গির লুকিয়ে থাকার খবরে পিংলিশ গ্রামে অভিযান চালিয়েছিল সেনা। গোটা দিন ধরে চলেছিল গুলির লড়াই।
photos
TRENDING NOW
3/9
বিবাহবার্ষিকীতে ফিরে আসার কথা ছিল মেজর বিভূতি ধৌনদিয়ালের। কিন্তু বাড়ির উঠোনে এসেছিল তাঁর নিথর দেহ। কান্নায় ভেঙে পড়েছিলেন নিকিতা। শেষ চুমু দিয়ে স্বামীকে প্রেয়সী বলেছিলেন,'ভালোবাসি তোমায়'।
4/9
সেই একটা ফেব্রুয়ারি ছিল। গোটা দেশ কেঁদে উঠেছিল নিকিতার সঙ্গে। আরও একটা ফেব্রুয়ারি। নিকিতাই এখন যোগ দিতে চলেছেন সেনায়। সেদিনই শপথ করেছিলেন, স্বামীর মতোই দেশসেবা করবেন।
5/9
দাদা-বৌদির বাড়িতে থেকে শর্ট সার্ভিস পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করেন নিকিতা ধৌনদিয়াল। শর্ট সার্ভিস পরীক্ষা ও ইন্টারভিউয়ের বাধা পেরিয়ে গিয়েছেন। এখন অপেক্ষা চূড়ান্ত তালিকার।
6/9
দেরাদুনের বাড়িতে নিকিতা বলেন,''বিভূ শহিদ হওয়ার ৬ মাস পরেই শর্ট সার্ভিস কমিসনের পরীক্ষা দিয়েছিলাম। পরীক্ষা দিতে দিতে বিভূকে অনুভব করছিলাম। পরীক্ষায় ওর ভয়, আশঙ্কা আমার ভাবনায় আসছিল। সেটাই শক্তি জুগিয়েছে।''
7/9
স্বামীকে হারানোর পর মানসিক জোর কীভাবে পেলেন? নিকিতার কথায়,''সময় নিয়েছিলাম। বাস্তবটা মেনে নিতে হয়েছিল আগে। সেনাবাহিনী যোগদান নিয়ে মনে সংশয় আসলেই চোখ বন্ধ করে ভাবতাম, বিভূ কী করত। ওর জন্যই সেনায় যোগদানের সিদ্ধান্ত নিই।''
8/9
জওয়ানদের বিধবা স্ত্রীদের সেনায় যোগদানের জন্য বয়সের মাপকাঠি শিথিল করেছে ভারতীয় সেনা। কিন্তু নিয়োগপদ্ধতি এখনও কঠিন। কীভাবে প্রস্তুতি নিলেন? নিকিতা বলেন,''কঠোর পরিশ্রম করেছি। এক বছরের প্রশিক্ষণপর্বে ছাপিয়ে যেতে চাই। আমি অফিসার হতে চাই যাতে বিভূ আমাকে নিয়ে গর্ব করে।''
9/9
বিয়ের মাত্র ৯ মাস পরেই স্বামীকে হারিয়েছেন। ইন্টারভিউ বোর্ডে নিকিতাকে প্রশ্ন করা হয়েছিল, আপনাদের কতদিনের বিয়ে? নিকিতা জবাব দিয়েছিলেন, ২ বছর। চমকে গিয়েছিলেন সেনা অফিসাররা। বলেছিলেন,''আমরা তো শুনেছিলাম, ৯ মাস।'' নিকিতা তখন বলেন,''বিভূ শারীরিকভাবে না থাকলেও বিয়ে ভেঙে যায়নি।''