Ashes 2021-22: অস্ট্রেলিয়া-ইংল্যান্ড দ্বৈরথে রেকর্ড বন্যা মেলবোর্নে

| Dec 28, 2021, 13:34 PM IST
1/7

অস্ট্রেলিয়া-ইংল্যান্ড দ্বৈরথে রেকর্ডের বন্যা মেলবোর্নে

The Ashes

নিজস্ব প্রতিবেদন: ঐতিহ্যের অ্যাশেজ (Ashes 2021-22) ধরে রাখল অস্ট্রেলিয়া। মঙ্গলবার সকালে মেলবোর্নে বক্সিং-ডে টেস্টের ফয়সলা হয়ে গেল তিন দিনের মধ্যে। অস্ট্রেলিয়ার আগুনে বোলিংয়ে ছারখার হয়ে গেল ইংল্যান্ড। আয়োজক দেশ ইনিংস ও ১৪ রানে বক্সিং-ডে টেস্ট ও সিরিজ জিতে নিয়েছে। মেলবোর্নে হয়ে গেল রেকর্ড বন্যা। স্কট বোল্যান্ডের (Scott Boland) ফাইফার থেকে ইংল্যান্ডের সবচেয়ে বেশি ডাক! এই প্রতিবেদনে রইল কী কী নতুন রেকর্ডের সাক্ষী থাকল অ্যাশেজের তৃতীয় টেস্ট।

2/7

স্কট বোল্যান্ড

Scott Boland

স্কট বোল্যান্ড (Scott Boland) লাল বলের ক্রিকেটে এক অনন্য নজির গড়লেন মেলবোর্নে। সবচেয়ে কম বলে দ্রুততম পাঁচ উইকেট নেওয়ার রেকর্ডে নিজের নাম লেখালেন তিনি। মাত্র ১৯ বলে ফাইফার পান বোল্যান্ড। এর আগে এই রেকর্ড আছে অস্ট্রেলিয়ার আর্নি টসচাক ও ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডের। অ্যাশেজ স্কোয়াডে বোল্যান্ড ইনজুরি কভার হিসাবে এসেছিলেন। বোল্যান্ডের দ্বিতীয় ইনিংসে শিকার হন হাসিব হামিদ, জো রুট, জ্যাক লিচ, অলি রবিনসন, জনি বেয়ারস্টো ও মার্ক উড। দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট নিয়ে ম্যাচের সেরা হন তিনি। স্বপ্নের টেস্ট অভিষেক হল বোল্যান্ডের।

3/7

অ্যাশেজ ইতিহাস

Ashes History

বিগত ৯টি অ্যাশেজ সিরিজের মধ্যে এই নিয়ে অষ্টমবার অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ জিতে নিলে তিন টেস্টেই। 

4/7

মেলবোর্ন টেস্ট

Melbourne Test

অস্ট্রেলিয়া ১৮০.৪ ওভারের মধ্যে মেলবোর্ন টেস্ট জিতে নেয়। পরিসংখ্যান বলছে ঘরের মাঠে বিগত ৭১ বছরের অ্যাশেজে এত কম ওভারে কোনওদিন অস্ট্রেলিয়া জেতেনি। 

5/7

ইংল্যান্ডের ৫৪টি ডাক (প্রতীকী ছবি)

England incurred 54 ducks

এক ক্যালেন্ডার বছরে ইংল্যান্ডের ক্রিকেটাররা মোট ৫৪ বার ডাক হলেন। শূন্য রানে ফিরে যাওয়ার ক্ষেত্রে ১৯৯৮ সালেও ইংল্যান্ডের এই পরিসংখ্যান ছিল।

6/7

জো রুট

Joe Root

ইংল্যান্ডের হতশ্রী পারফরম্যান্সের মাঝেও উজ্জ্বল জো রুট। বিশ্ববন্দিত ব্যাটার এক ক্যালেন্ডার বছরে সবচেয়ে বেশি টেস্ট রান করার নিরিখে নিজেকে তিনে নিয়ে গেলেন। একে আছেন মহম্মদ ইউসুফ (১৯ ইনিংসে ১৭৮৮, ২০০৬ সাল) রান। দুয়ে স্যার ভিভ রিচার্ডস (১৯৭৬ সালে ১৭১০ রান), চলতি বছর রুট থামলেন ১৭০৮ রানে।

7/7

ইংল্যান্ডের ৯টি টেস্ট বিপর্যয়

England 9 test Defeats

এক ক্যালেন্ডার বছরে এই নিয়ে ৯ বার টেস্ট হারল জো রুটের ইংল্যান্ড। এর আগে ২০০৩ সালে রিকি পন্টিংয়ের (Ricky Ponting) অস্ট্রেলিয়া ৯ বার টেস্ট হেরেছিল। অপ্রত্যাশিত রেকর্ডে রুট স্পর্শ করলেন পন্টিংকে!