1/7
অস্ট্রেলিয়া-ইংল্যান্ড দ্বৈরথে রেকর্ডের বন্যা মেলবোর্নে
নিজস্ব প্রতিবেদন: ঐতিহ্যের অ্যাশেজ (Ashes 2021-22) ধরে রাখল অস্ট্রেলিয়া। মঙ্গলবার সকালে মেলবোর্নে বক্সিং-ডে টেস্টের ফয়সলা হয়ে গেল তিন দিনের মধ্যে। অস্ট্রেলিয়ার আগুনে বোলিংয়ে ছারখার হয়ে গেল ইংল্যান্ড। আয়োজক দেশ ইনিংস ও ১৪ রানে বক্সিং-ডে টেস্ট ও সিরিজ জিতে নিয়েছে। মেলবোর্নে হয়ে গেল রেকর্ড বন্যা। স্কট বোল্যান্ডের (Scott Boland) ফাইফার থেকে ইংল্যান্ডের সবচেয়ে বেশি ডাক! এই প্রতিবেদনে রইল কী কী নতুন রেকর্ডের সাক্ষী থাকল অ্যাশেজের তৃতীয় টেস্ট।
2/7
স্কট বোল্যান্ড
স্কট বোল্যান্ড (Scott Boland) লাল বলের ক্রিকেটে এক অনন্য নজির গড়লেন মেলবোর্নে। সবচেয়ে কম বলে দ্রুততম পাঁচ উইকেট নেওয়ার রেকর্ডে নিজের নাম লেখালেন তিনি। মাত্র ১৯ বলে ফাইফার পান বোল্যান্ড। এর আগে এই রেকর্ড আছে অস্ট্রেলিয়ার আর্নি টসচাক ও ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডের। অ্যাশেজ স্কোয়াডে বোল্যান্ড ইনজুরি কভার হিসাবে এসেছিলেন। বোল্যান্ডের দ্বিতীয় ইনিংসে শিকার হন হাসিব হামিদ, জো রুট, জ্যাক লিচ, অলি রবিনসন, জনি বেয়ারস্টো ও মার্ক উড। দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট নিয়ে ম্যাচের সেরা হন তিনি। স্বপ্নের টেস্ট অভিষেক হল বোল্যান্ডের।
photos
TRENDING NOW
3/7
অ্যাশেজ ইতিহাস
4/7
মেলবোর্ন টেস্ট
5/7
ইংল্যান্ডের ৫৪টি ডাক (প্রতীকী ছবি)
6/7
জো রুট
7/7
ইংল্যান্ডের ৯টি টেস্ট বিপর্যয়
photos