'অস্থির' বাংলাদেশে অভূতপূর্ব উদ্যোগ! রূপান্তরকামীদের জন্য খুলল মাদ্রাসা

Nov 07, 2020, 19:55 PM IST
1/5

কট্টরপন্থীদের হাঙ্গামার মাঝেই বাংলাদেশে এক অভূতপূর্ব ঘটনা ঘটল। বাংলাদেশের রাজধানী ঢাকায় রূপান্তরকামীদের জন্য দেশের প্রথম মাদ্রাসা খোলা হল।

2/5

ফ্রান্সকে সমর্থনের জেরে বাংলাদেশের একাধিক জায়গায় হিন্দুদের বাড়িঘর পোড়ানোর ঘটনা ঘটেছে। অভিযোগের আঙুল ছিল কট্টরপন্থীদের দিকে। তবে এসবের মাঝে এমন উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবি রাখে।

3/5

মুসলিম প্রধান রাষ্ট্রে রূপান্তরকামীদের জন্য মাদ্রাসা খোলার ঘটনা এই প্রথম। জানা গিয়েছে, ঢাকার এই মাদ্রাসায় আপাতত ১০০ জন রূপান্তরকামী পড়াশোনা করবেন।

4/5

দাবতুল কুরান থার্ড জেন্ডার মাদ্রাসা নাম রাখা হয়েছে সেই মাদ্রাসার। শুক্রবার থেকে এই মাদ্রাসায় পড়াশোনা শুরু হয়েছে।

5/5

এই মাদ্রাসায় ইসলামিক শিক্ষার পাশাপাশি বৃত্তিমূলক শিক্ষাও দেওয়া হবে রূপান্তরকামীদের। যাতে তাঁরা ভবিষ্যতে জীবিকা নির্বাহের উপায় খুঁজে পান।