Madhumita-Soham: সোহমের সঙ্গে ‘দিলখুশ’ মধুমিতার…

Nov 25, 2022, 21:51 PM IST
1/6

দিলখুশ

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:  প্রথমবার বড়পর্দায় জুটি বেঁধেছেন মধুমিতা সরকার ও সোহম মজুমদার।  

2/6

দিলখুশ

কিশমিশ-এর পর পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের আগামী ছবি ‘দিলখুশ’।  

3/6

দিলখুশ

বিভিন্ন বয়সের চার কাপলের গল্প বলবে এই ছবি। মধুমিতা ও সোহম ছাড়াও এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে পরাণ বন্দ্যোপাধ্যায়, অনুসূয়া মজুমদার, খরাজ মুখোপাধ্যায়, অপরাজিতা আঢ্য, উজান চট্টোপাধ্যায়, ঐশ্বর্য সেন ও অনন্যা সেনকে।  

4/6

দিলখুশ

শুক্রবার শহরের এক কেক শপে কেক মিক্সিং সেরেমনিতে উপস্থিত ছিল গোটা টিম।  

5/6

দিলখুশ

শুক্রবার কেক শপেই লঞ্চ হল ছবির প্রথম পোস্টার।  

6/6

দিলখুশ

আগামী বছর ২০ জানুয়ারি মুক্তি পাবে ‘দিলখুশ’।