১৯৯১ সালের পর সর্বনিম্নে ঠেকল খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি

Apr 17, 2019, 14:57 PM IST
1/6

নিজস্ব প্রতিবেদন: ২০১৭-১৮ আর্থিক বছরের সঙ্গে ২০১৮-১৯ সালে গড় মূল্যবৃদ্ধি প্রায় সমান। গত ২৭ বছরে এমন নজির নেই। 

2/6

মূল্যবৃদ্ধি নিয়ে বিশ্লেষণ করেছে ক্রেডিট রেটিং এজেন্সি ক্রিসিল। তাদের বিশ্লেষণ বলছে, ২০১৮-১৯ সালে মূল্যবৃদ্ধি ০.১৪ শতাংশ। ১৯৯৯-২০০০ সালে শেষবার মূল্যবৃদ্ধি ১ শতাংশের নীচে নেমেছিল। 

3/6

২০১৩-১৪ থেকে মূল্যবৃদ্ধি নিম্নগামী। ওই বছরেই শেষবার বছরে জিনিসপত্রের দাম ১০ শতাংশ বেড়েছিল।  

4/6

শুধু তাই নয়, গত ২৭ বছরে সর্বনিম্নে ঠেকেছে মূল্যবৃদ্ধি। ২০১৮-১৯ সালে মূল্যবৃদ্ধি দাঁড়িয়েছে ০.১৪ শতাংশ। ১৯৯১ সালের পর যা সর্বনিম্ন।  

5/6

অর্থনীতিবিদদের মতে, চাহিদার হ্রাস, আন্তর্জাতিক মূল্যূবৃদ্ধি ও ন্যূনতম সহায়ক মূল্যের জন্য মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রয়েছে। তবে ফসলের পরিমাণ না বাড়লে মূল্যবৃদ্ধি এক জায়গায় থাকলে লোকসানের মুখে পড়তে হয় কৃষকদের। 

6/6

স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া অর্থনৈতিক উপদেষ্টা সৌম্যকান্তি ঘোষের কথায়,''গত কয়েকবছরে মূল্যবৃদ্ধি নিম্নগামী। সরবরাহ ব্যবস্থা উন্নতি, ফসলের উত্পাদন বৃদ্ধি ও ন্যূনতম সহায়ক মূল্য তেমন না বাড়ায় নিয়ন্ত্রণে রয়েছে মূল্যবৃদ্ধি। তাছাড়া চাহিদার পরিবর্তনও ঘটেছে। মানুষ খাবারে আর ততটা খরচ করছেন না। বরং বিভিন্ন ধরনের পরিষেবায় খরচ বেড়েছে সাধারণ মানুষের''।