1/8
2/8
photos
TRENDING NOW
3/8
4/8
গতবার তৃণমূলকে সমর্থন দিয়েছিল গোর্খা ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট। তবে এবার গোর্খা জনমুক্তি মোর্চার সঙ্গে হাত মিলিয়েছে তারা। পাহাড়ে দুই দলের 'মধুর' সম্পর্ক সর্বজনবিদিত। সেই দুই দলই এবার হাত মিলিয়েছেন। প্রেস বিবৃতি জারি করে দুপক্ষ জানিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় অসাংবিধানিক ও দমনমূলক মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে লড়াইয়ের জন্য এই সিদ্ধান্ত।
5/8
পাহাড়ে গুরুংয়ের অজ্ঞাতবাস থাকাকালে মোর্চার রাশ এখন বিনয় তামাং ও অনীত থাপার হাতে। আর বলাই বাহুল্য, দুই নেতাই তৃণমূলের ঘনিষ্ঠ। ওদিকে আবার গতবার জেতা দার্জিলিং আসনটি ধরে রাখতে চাইছে বিজেপি। কিন্তু পাহাড়ে তো গুরুংকে ছাড়া দাঁত ফোটানো সম্ভব নয়। তার আভাস কয়েকদিন আগেই দিয়েছিলেন দিলীপ ঘোষ। দাবি করেছিলেন, ঠিক সময়েই আসবেন বিমল গুরুং।
6/8
7/8
8/8
photos