লোকসভা ভোটের আগে ফোঁস করে উঠেছে লালকৃষ্ণ আডবাণী। কিন্তু, ঠান্ডা মাথায় ঘণ্টাখানেকের মধ্যেই পাল্টা জবাব নয়, বরং বিনয়ী নরেন্দ্র মোদী।
2/6
এদিন বিজেপির প্রতিষ্ঠাদিবসের প্রাক্কালে 'দেশ অগ্রাধিকার, তারপর দল, ব্যক্তি পরে' শীর্ষক ব্লগে আডবাণী লিখেছেন, বিজেপির জন্ম থেকে রাজনৈতিকভাবে ভিন্নমত পোষণকারীদের শত্রু হিসেবে দেখিনি, বরং বিরোধী ভেবেছি।'আমাদের জাতীয়তাবাদ কখনও বিরোধীদের 'দেশদ্রোহী' তকমা দেওয়া নয়''।
photos
TRENDING NOW
3/6
আর তার ঘণ্টাখানেক মধ্যেই 'মোদী-স্টাইলে' টুইট করলেন প্রধানমন্ত্রী। টুইটারে লিখলেন, 'দেশ অগ্রাধিকার, তারপর দল, পরিশেষে ব্যক্তি' মন্ত্রের মাধ্যমে বিজেপির সত্যিকারের নির্যাস তুলে ধরেছেন আডবাণীজি। বিজেপি কর্মী হিসেবে গর্বিত। আর আডবাণীজির মতো মহান নেতা দলকে আরও শক্তিশালী করেছেন''।
4/6
ব্লগে আডবাণী আবেদন করেছেন, দেশের গণতান্ত্রিক কাঠামোকে মজবুত করতে ঐক্যবদ্ধ চেষ্টা করা উচিত। গণতন্ত্রের উত্সব নির্বাচন। এটা রাজনৈতিক দল, গণমাধ্যম ও নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে জড়িতদের সত্ভাবে আত্মমন্থনের সুযোগ তৈরি করেছে।