রাজ্যে উত্থান বিজেপির, কমছে তৃণমূলের আসন, আভাস VMR-এর জনমত সমীক্ষার

Mar 19, 2019, 00:41 AM IST
1/5

রাজ্যে অন্তত ২৩টি আসন জেতার লক্ষ্য বিজেপি। কিন্তু সেই লক্ষ্যপূরণ না হলেও প্রথমবার বাংলায় দু'অঙ্কের আসনে পৌঁছতে সক্ষম হচ্ছে গেরুয়া শিবির।   

2/5

টাইমস নাও-ভিএমআর-এর জনমত সমীক্ষা অনুযায়ী, রাজ্যে ৪২টি আসনের মধ্যে ৩১টি আসন পেতে চলেছে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য ইতিমধ্যেই ৪২-এ ৪২ করার ডাক দিয়েছেন। ফলে নিঃসন্দেহে সমীক্ষা মিলে গেলে তৃণমূলের পক্ষে সুখকর নয় বলে মত রাজনৈতিক মহলের একাংশের।        বাকি ১১টি আসন পেতে পারে বিজেপি, বলছে জনমত সমীক্ষা।   

3/5

বাকি ১১টি আসন পেতে পারে বিজেপি, বলছে জনমত সমীক্ষা।   

4/5

দিলীপ ঘোষদের উত্থানের সঙ্গে সমানুপাতিকভাবে গুরুত্ব কমছে বামেদের। ৩৪ বছরের শাসন চালানোর পর আসন্ন লোকসভা ভোটে একটাও আসন নিশ্চিত করতে পারছে না সিপিএম। কংগ্রেসও একটা আসন পাচ্ছে না। 

5/5

টাইমস নাও-এর দাবি, সমীক্ষাটি করা হয়েছে ১৭,০০০ জনের মতামতের ভিত্তিতে।