"গরম বেশি পড়েছে। মাথা ঠান্ডা রাখুন। ভালো থাকুন।" প্রতিপক্ষ বিজেপি প্রার্থী ভারতী ঘোষকে পরামর্শ দিলেন তৃণমূল প্রার্থী দেব। ভারতী ঘোষ যখন লড়াই করে বেড়াচ্ছেন তখন বেশ খানিকটা রিল্যাক্সড দেব।
2/5
এদিন সকাল থেকেই উত্তপ্ত কেশপুর। দফায় দফায় বিতর্কে জড়িয়েছেন ভারতী ঘোষ। ধস্তাধস্তিতে তাঁর পায়ের নখ উপড়ে গিয়েছে। ভারতী ঘোষের নিরাপত্তারক্ষীর গুলিতে এক তৃণমূল কর্মী জখম হওয়ার ঘটনা ঘটেছে। এরপরই বুথের ১০০ মিটারের মধ্যে নিরাপত্তারক্ষী নিয়ে ঢোকায় FIR-এর নির্দেশ দিয়েছে কমিশন।
photos
TRENDING NOW
3/5
অন্যদিকে, তাঁর প্রতিদ্বন্দ্বী দেব রয়েছেন একদম 'কুল কনফিডেন্ট' মুডে। দলীয় কর্মীদের ওপর ভোটের দায়িত্ব ছেড়ে দিয়েছেন তিনি। নিয়মমাফিক অবশ্য বেশ কয়েকটা বুথেও ঘোরাঘুরি করেন। তারকাকে হাতের সামনে পেয়ে চলছে তাঁর সঙ্গে সেলফি তোলার হিড়িক।
4/5
প্রচারের মতো আজ ভোটের দিনেও সৌজন্যের বার্তা-ই দিচ্ছেন তৃণমূল প্রার্থী দেব। দেব বলেন, "ভয় দেখিয়ে কি ভোট পাওয়া যায়? ভালোবেসে ভোট পাওয়া যায়। প্রশংসা থেকে সমালোচনা সবটাই হাসিমুখে নিতে হবে।" মানুষের ওপর ভরসা রাখছেন দেব। আরও বলেন, "অন্য দল দশ-পনেরোটা গাড়ি নিয়ে ঘুরছে। আমি তো একা এসেছি।"
5/5
পাশাপাশি, ভারতী ঘোষ নিজে ও কেশপুরে গুলিতে তৃণমূল কর্মী জখম হওয়ার ঘটনায় দেব বলেন, "ভারতী ঘোষকে বলব আপনিও আমাদের দেশেরই বাসিন্দা। যারা আহত হয়েছেন, তারাও আমাদেরই দেশের মানুষ। দলের আগে দেশ।"