ছবি : কোথাও গোল, কোথাও খোপ, চক দিয়ে নির্দিষ্ট করা জায়গায় দাঁড়িয়েই চলছে রেশন-বাজার

Mar 26, 2020, 12:27 PM IST
1/6

নিজস্ব প্রতিবেদন : ফুলবাগানের ছবি মুকুন্দপুরেও। গতকাল ফুলবাগানের রেশন দোকানে দেখা যায়, প্রত্যেক ক্রেতার দাঁড়ানোর জন্য ১ মিটার দূরত্ব বজার রেখে জায়গা চিহ্নিত করে দেওয়া হয়েছে। (ছবি- শ্রাবন্তী সাহা)  

2/6

আজ মুকুন্দপুরের রেশনেও দেখা গেল সেই ছবি। দীর্ঘ লাইন। কিন্তু প্রত্যেকেই প্রত্যেকের থেকে ১ মিটার দূরত্বে চক দিয়ে গোল করে কাটা নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে অপেক্ষা করছেন। (ছবি- শ্রাবন্তী সাহা)  

3/6

কোনও তাড়াহুড়ো নেই। ধৈর্য ধরে অপেক্ষা করছেন সবাই। এই ব্যবস্থার ফলে তাঁরা নিজেদের অনেক নিরাপদ বোধ করছেন বলে জানিয়েছেন ক্রেতারা। (ছবি- শ্রাবন্তী সাহা)  

4/6

শুধু মুকুন্দপুর নয়, কলকাতার নিউটাউনেও সামাজিক দূরত্ব বা Social Distancing-এর ছবি চোখে পড়েছে। (ছবি- কমলিকা সেনগুপ্ত)  

5/6

আবাসনের বাসিন্দারা প্রত্যেকেই দূরত্ব বজায় রেখে লাইন করে, চক দিয়ে খোপ কাটা নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে জিনিস কিনছেন। প্রত্যেকের মুখে রয়েছে মাস্কও। (ছবি- কমলিকা সেনগুপ্ত)  

6/6

প্রসঙ্গত, করোনার তৃতীয় পর্যায় বা সামাজিক সংক্রমণ রুখতে দেশজুড়ে ১৪ এপ্রিল মধ্যরাত পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে। জরুরি পরিষেবা ও অত্য়াবশ্যকীয় পণ্য এই লকডাউনের আওতায় নেই। (ছবি- কমলিকা সেনগুপ্ত)