লকডাউন! সন্ধে ৬টায় অচেনা ছবি শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে

Mar 23, 2020, 21:23 PM IST
1/5

অঞ্জন রায়: বিকেল ৫টা থেকে গোটা রাজ্যে লকডাউন। নেহাত জরুরি কোনও দরকার না থাকলে বাড়ির বাইরে পা রাখবেন না। আজ, লকডাউনের প্রথম দিনে জি ২৪ ঘণ্টার ক্যামেরায় ধরা পড়ল শুনশান মহানগরের সেই ছবি। 

2/5

সন্ধে ৬টায় শ্যামবাজার মানেই তো গমগমে জনসমাগম। কিন্তু আজ, খাঁ-খাঁ।  গাড়ি হাতেগোনা। সতর্ক পাহারায় পুলিসকর্মীরা। 

3/5

চোখে পড়ার মতো কম লোক, হাতেগোনা গাড়ি। মাইক হাতে সচেতনতা প্রচারে দেখা গেল পুলিসকর্মীদেরও। সেন্ট্রাল অ্যাভিনিউয়ে কিন্তু কিছুটা মানুষজন চোখে পড়ল। তবে তুলনামূলক ভাবে 

4/5

লকডাউন বঙ্গবাসীর কাছে, শব্দটা নতুন। কিন্তু করোনা-দমনে এটাই এই মুহূর্তের একমাত্র দাওয়াই! ঘরবন্দি। তাই নতুনের সঙ্গে দ্রুত অভ্যস্ত হতে হবে সবাইকে। লকডাউন মানে কিন্তু ছুটি নয়। ফলে, বন্ধু-বান্ধব ডেকে দেদার আড্ডা একদম নয়।

5/5

লকডাউন মানেপাড়ার মোড়ে ক্রিকেট খেলাও নয়। চায়ের দোকানে তুফান নয়। সোমবার বিকেল থেকে গোটা রাজ্যে জারি লকডাউন। উদ্দেশ্য একটাই, করোনার সংক্রমণ রুখে দেওয়া। সেটা করতে হলে, বাড়ির চৌকাঠ পেরোনো যাবে না!