মারাত্মক অবস্থা, খুব শীঘ্রই একাধিক এলাকায় জারি করা হবে Lockdown,Containment Zones:উদ্ধব
Mar 14, 2021, 14:46 PM IST
1/7
নিজস্ব প্রতিবেদন: ভাল নেই মুম্বই। গত ২৪ ঘণ্টার করোনা সংক্রণের রিপোর্ট দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে উদ্ভব ঠাকরের প্রশাসন। সেই গত বছরের পন্থায় নিয়োজিত হতে চলেছে। সংক্রমণের চেইন ভাঙতে লকডাউনের সিদ্ধান্ত নিতে পারে।
2/7
জমায়েত, অনুষ্ঠান, রেস্ট্রুরেন্ট, মল প্রভৃতি জায়গায় নতুন গাইডলাইন জারি করার ভাবনাচিন্তা করা হচ্ছে।
photos
TRENDING NOW
3/7
দৈনিক আক্রন্তের সংখ্যা ২৫ হাজারের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। গত তিন মাসের যা রেকর্জ সংক্রমণ। দিনে ৪ হাজারের বেশি রোগী ধরা পড়েছে মহারাষ্ট্রে।
4/7
Greater Mumbai পুরসভার তরফে জানা গিয়েছে, মুম্বইয়ে কন্টেইনমেন্ট জোনের সংখ্যা বাড়নো হচ্ছে। একাধিক বহুতল সিস করে দেওয়া হয়েছে। বেশ কিছু এলাকায় লকডাউন জারি করা হয়েছে।
5/7
মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে ইঙ্গিত দয়েছেন, আগামীদিনে একাধিক এলাকায় লকডাউন জারি হতে পারে। তবে অত্যাবশ্যকীয় পরিষেবা চালু থাকবে ।
6/7
স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, সারা দেশের কর্নাটক, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, গুজরাত, ও হরিয়ানাতে বেড়েছে দৈনিক আক্রান্তের সংখ্যা। দেশের প্রায় ৮৫ শতাংশ আক্রান্ত এই ৬ রাজ্যের।