Local train: ২৭ মিনিটে ১৫ স্টেশন! ট্রায়াল রান সফল, গতি বাড়তে চলেছে লোকালের...

Sheoraphuli Tarakeshwar local train speed trial run: এখন যে গতিবেগে ট্রেন চলে, তার থেকে ঘণ্টায় আরও ৪০ কিমি বাড়বে গতিবেগ। ফলে অনেক কম সময়ে যাত্রীদের গন্তব্যে পৌঁছতে সুবিধা হবে।   

Jan 17, 2024, 18:04 PM IST
1/7

গতি বাড়ছে লোকালের!

Sheoraphuli Tarakeshwar local train speed trial run

বিধান সরকার: ট্রেনের গতি বাড়তে চলেছে শেওড়াফুলি-আরামবাগ শাখায়। তারকেশ্বর লাইনে ট্রায়াল রান হল আজ।   

2/7

গতি বাড়ছে লোকালের!

Sheoraphuli Tarakeshwar local train speed trial run

শেওড়াফুলি-আরামবাগ শাখায় ট্রেনের গতিবেগ এখন ঘন্টায় ৮০ কিলোমিটার। ১৫টি স্টেশন যেতে সময় লাগে প্রায় ১ ঘণ্টা ৩০ মিনিট। এবার যাত্রীদের সুবিধার্থে সেই ট্রেন ছুটবে ১২০ কিলোমিটার বেগে।   

3/7

গতি বাড়ছে লোকালের!

Sheoraphuli Tarakeshwar local train speed trial run

যাত্রী ছাড়াই আজ সফলভাবে সেই ট্রায়াল রান সম্পন্ন হল। এদিন তারকেশ্বর থেকে দুপুর ২টোর সময় চার কামরার একটি ট্রেন শেওড়াফুলি স্টেশনের উদ্দেশে রওনা দেয়।   

4/7

গতি বাড়ছে লোকালের!

Sheoraphuli Tarakeshwar local train speed trial run

গন্তব্যে পৌঁছয় ২ বেজে ২৭ মিনিটে। মাত্র ২৭ মিনিটে ৩৪ কিলোমিটার পাড়ি দেয় পরীক্ষামূলক ট্রেনটি। রেল সূত্রে খবর ট্রেনের সর্বাধিক গতিবেগ ছিল ১২৫ কিলোমিটার।   

5/7

গতি বাড়ছে লোকালের!

Sheoraphuli Tarakeshwar local train speed trial run

গড় গতিবেগ ছিল ঘণ্টায় ১১০ কিলোমিটার। আজকের ট্রায়াল রানে কোনওরকম অসুবিধা হয়নি বলে জানা গিয়েছে। শেওড়াফুলি স্টেশন ম্যানেজার রাম আধার প্রসাদ বলেন, ট্রেনের গতি বাড়লে যাত্রীদের সুবিধা হবে।   

6/7

গতি বাড়ছে লোকালের!

Sheoraphuli Tarakeshwar local train speed trial run

অনেক কম সময়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে পারবেন যাত্রীরা। বর্তমানে ৮০ কিমি বেগে ট্রেন চলে। সেই গতি ১২০ কিমি হতে পারে।   

7/7

গতি বাড়ছে লোকালের!

Sheoraphuli Tarakeshwar local train speed trial run

সেই পরীক্ষা-ই করা হয় আজ। পরীক্ষা সফল হয়েছে। এরপর কবে থেকে এই গতিতে ট্রেন ছুটবে তা রেলের প্রশাসনিক আধিকারিকরা ঠিক করবেন।