বার্মিংহামে সচিনের রেকর্ডও টপকে গেলেন বিরাট!

Aug 03, 2018, 16:00 PM IST
1/6

6

বার্মিংহামে সচিনের রেকর্ডও টপকে গেলেন বিরাট!

# ইংল্যান্ডের মাটিতে, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে শতরান করেন বিরাট কোহলি। টেস্ট কেরিয়ারে এটি বিরাটের ২২তম সেঞ্চুরি। সচিনের এই রেকর্ড ভাঙলেন এবার কোহলি।  

2/6

5

বার্মিংহামে সচিনের রেকর্ডও টপকে গেলেন বিরাট!

# ডন ব্র্যাডম্যান : দ্রুততম ২২টি সেঞ্চুরি করার তালিকায় সবার ওপরে রয়েছেন এই কিংবদন্তি। মাত্র ৫৮টি ম্যাচে ২২তম শতরান করেছিলেন অজি কিংবদন্তি ডন ব্র্যাডম্যান।  

3/6

4

বার্মিংহামে সচিনের রেকর্ডও টপকে গেলেন বিরাট!

# সুনীল গাভাসকর: ডনের থেকে অনেকটা পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন সুনীল গাভাসকর। ১০১টি টেস্টে ২২তম শতরান করেছিলেন সানি।

4/6

3

বার্মিংহামে সচিনের রেকর্ডও টপকে গেলেন বিরাট!

# স্টিভ স্মিথ : তৃতীয় স্থানে রয়েছেন স্টিভ স্মিথ। যদিও ডন ব্র্যাডম্যানের থেকে প্রায় দ্বিগুণ ম্যাচ খেলে ২২তম টেস্ট শতরানটি করেন তিনি। ১০৮টি ম্যাচে ২২তম শতরান করেছিলেন স্মিথ।

5/6

2

বার্মিংহামে সচিনের রেকর্ডও টপকে গেলেন বিরাট!

# সচিন তেন্ডুলকর : ২২তম টেস্ট সেঞ্চুরি করতে একটু বেশি ম্যাচই খেলেছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। ১১৪টি ম্যাচ লেগেছিল তাঁর এই মাইলস্টোন স্পর্শ করতে।  

6/6

1

বার্মিংহামে সচিনের রেকর্ডও টপকে গেলেন বিরাট!

#  বিরাট কোহলি : ২২তম টেস্ট সেঞ্চুরির নিরিখে সচিনকে পিছনে ফেলে দিয়েছেন বিরাট। সচিনের থেকে একটি ম্যাচ কম খেলে, ১১৩টি ম্যাচে ২২তম শতরানটি করে ফেললেন বিরাট।