শীতের দোরগোরায় ঠোঁট ফাটছে? মেনে চলুন এই কয়েকটি ঘরোয়া উপায়

Oct 28, 2021, 08:20 AM IST
1/5

ঠোঁট ফাটার সমস্যায় সারা বছর অনেকেই ভোগেন

নিজস্ব প্রতিবেদন: ঠোঁট ফাটার সমস্যায় সারা বছর অনেকেই ভোগেন, তবে হাওয়াবদলের সময় ঠোঁট অনেকেরই ফাটে। কিন্তু বাড়িতে ঘরোয়া উপায়ে সারাতে পারেন ঠোঁট। জেনে নিন উপায়গুলি কী কী? 

2/5

ঠোঁটের 'মৃত সেল' কমায় নারকেল তেল

সাধারণত চুলে এবং ত্বকে-র ব্যবহার ব্যাপক জনপ্রিয় নারকেল তেল। এমনকি অতিরিক্ত রুক্ষ ত্বকের জন্য নারকেল তেলের কার্যকারিতা বেশ লক্ষণীয়। ঠোঁটের 'মৃত সেল' সরানোর জন্যেও স্ক্রাব হিসেবে নারকেল তেল অনেক কার্যকর। তবে সঙ্গে একটু চিনি মিশিয়ে নিলে তা যাদুর মত কাজ করে। ঠোঁটের স্ক্রাব করার জন্য এর থেকে ভাল কিছু ঘরে বসে তৈরি করা সম্ভব নয়।  

3/5

নারকেল তেলের সঙ্গে চিনি মিশিয়ে ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা

অনেকে প্রচণ্ড গরমের সময়েও ঠোঁট ফেটে যাওয়ার সমস্যায় ভোগেন। নারকেল তেলের সঙ্গে চিনি মিশিয়ে ঠোঁটে ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। 

4/5

তীব্র সূর্যালোক ও ধুলোবালি এড়িয়ে চলুন

ঠোঁট ফাটা কমাতে কয়েকটি নিয়ম মেনে চলুন যেমন প্রচুর পরিমাণে জল খাওয়া, ঠোঁটের যত্ন নেওয়া, তীব্র সূর্যালোক ও ধুলোবালি এড়ানো, সুষম ও পুষ্টিকর খাবার খাওয়া। 

5/5

ঠোঁটের জেল আলাদা করে ব্যবহার করুন

প্রয়োজনে বাজার থেকে কিনে ঠোঁটের জেল আলাদা করে ব্যবহার করার (তবে রাসায়নিক মিশ্রিত কোন কিছু ব্যবহার থেকে সাবধান থাকার কথা বলেন চিকিৎসকরা) পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা।