Lionel Messi: প্রতি ম্যাচে গড়ে প্রায় ৫ কি.মি. হাঁটেন মেসি, কিন্তু কেন?

| Dec 13, 2022, 17:03 PM IST
1/6

মেসি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: স্কিল থেকে শুরু করে গোলের পরিসংখ্যান জানান দেয় এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি।  

2/6

মেসি

মঙ্গলবার মধ্যরাতে সেমি ফাইনালে ক্রোয়েশিয়ার মুখোমুখি হতে চলেছে মেসির আর্জেন্তিনা। আরও একবার মেসি ম্যাজিক দেখার জন্য মুখিয়ে আছেন বিশ্বজোড়া তাঁর গুণমুগ্ধরা।  

3/6

মেসি

মেসির স্কিল যেমন নজরকাড়া সেরকমই অনুরাগীদের নজর এড়ায় না, মেসির হাঁটা। ফুটবল ম্যাচে যখন দুই পক্ষের প্লেয়াররা ছুটে অস্থির তখন ছুটে নয় ম্যাচ চলাকালীন মাঠে হেঁটে রেকর্ড গড়ছেন মেসি।  

4/6

মেসি

জানা যাচ্ছে, ফিফা বিশ্বকাপ ২০২২-এ প্রতি ম্যাচে গড়ে প্রায় ৫ কিলোমিটার হেঁটেছেন মেসি। কিন্তু কেন এত হাঁটেন মেসি?  

5/6

মেসি

মেসির এত হাঁটার কারণ ফাঁস করলেন তাঁর প্রাক্তন ম্যানেজার পেপ গুয়ার্দিলো। ২০০৮ থেকে ২০১২ মেসির ছায়াসঙ্গী ছিলেন তিনি।  

6/6

মেসি

পেপ গুয়ার্দিলো বলেন, ‘মেসির যে খেলায় মনোযোগ থাকে না, এমনটা নয়। ওঁ ভীষণভাবে খেলায় মগ্ন থাকে। মাঠে নামার পর থেকেই ওঁ হাঁটতে শুরু করে আর মাথা বাঁ থেকে ডান, ডান থেকে বাঁ দিকে ঘোরায় ক্রমাগত। ওঁ আসলে ধারণা করে নেয় যে ডিফেন্সের চারজনের মধ্যে কে অল্প হলেও দুর্বল। পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে ওঁ নিজের মতো করে ম্যাপ বানিয়ে ফেলে। ওঁ জানে ওঁ কোনদিকে ঘুরলে কী কী হতে পারে আর কোন দিকে ঘুরে সরাসরি বল জালে জড়াতে পারে।’