1/10
ফুটবল শিল্প হলে লিওনেল মেসি অন্যতম শিল্পী। এই নিয়ে কারোর কোনও সন্দেহ থাকতে পারে না। তাঁর ফ্রি কিক যেন ক্যানভাসে রং দিয়ে তুলি বুলিয়ে নেওয়ার মতোই শৈল্পিক। কোপা আমেরিকায় আর্জেন্তিনার জার্সিতে চিলির বিরুদ্ধেও ছবির মতো সুন্দর একটা বাঁ পায়ের বাঁকানো ফ্রি-কিক মারলেন মেসি। গোলকিপার সাধ্য হয়নি সেই গোল আটকানোর। যদিও মেসির গোলে আর্জেন্টিনা জিততে পারেনি চিলির বিরুদ্ধে। তাদের ১-১ ড্র করতে হলো চলতি কোপার প্রথম ম্যাচে।
2/10
photos
TRENDING NOW
3/10
মেসি এখন পাল্লা দিচ্ছেন তাঁর পূর্বসূরি প্রয়াত 'ফুটবল ঈশ্বর' দিয়েগো মারাদোনাকে। মেসি তাঁর ৫৭ ফ্রি-কিক গোলের মধ্যে ৫০টি করেছেন তাঁর বার্সেলোনার জার্সিতেই। বাকি ৭ গোল আর্জেন্টিনার হয়ে। মেসির কেরিয়ারে করা ৭৪৫ গোলের মধ্যে ৭.৬ শতাংশ এসেছে সরাসরি ফ্রি কিক থেকেই। অন্যদিকে আর্জেন্টাইন কিংবদন্তি মারাদোনা তাঁর ৩৫৩টি গোলের মধ্যে ৬২টি গোল করেছিলেন ফ্রি-কিকে। মোট গোলের ১৭ শতাংশ যা। মারাদোনেকে টপকে যেতে মেসির প্রয়োজন আর ৬টি ফ্রি কিক গোল।
4/10
photos