WB Weather Update: নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি আর কতদিন, জানাল আবহাওয়া দফতর

Sep 20, 2023, 21:18 PM IST
1/5

উত্তর-পশ্চিম বঙ্গপোসাগর সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশার উপর যে নিম্নচাপটি রয়েছে তা ঝাড়খণ্ডের উপর দিয়ে অগ্রসর হচ্ছে। এর ফলে আগামী ২১ ও ২২ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। -তথ্য-সন্দীপ প্রামাণিক  

2/5

প্রথম ২৪ ঘন্টায় বৃষ্টি বেশি হবে দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, বীরভূম এবং পূর্ব মেদিনীপুরে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।  -তথ্য-সন্দীপ প্রামাণিক

3/5

দক্ষিণবঙ্গে ২৩ তারিখ থেকে বৃষ্টির পরিমাণ কমবে, কিন্তু হালকা বৃষ্টি চলবে। ২৬ তারিখে বৃষ্টির পরিমাণ আরো কমে যাবে। নিম্নচাপের জন্য ২১ তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে। কলকাতায় আগামী ২৩ তারিখ পর্যন্ত মেঘলা আকাশ মাঝেমধ্যে বৃষ্টি হবে।  -তথ্য-সন্দীপ প্রামাণিক

4/5

আজ এবং আগামিকাল দক্ষিণবঙ্গে একটু বেশি বৃষ্টি হবে। আগামী ২ দিন তাপমাত্রা একই থাকবে। ২৩ সেপ্টেম্বর থেকে দিনের তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে।  -তথ্য-সন্দীপ প্রামাণিক  

5/5

উত্তরবঙ্গে এই সিস্টেমের ফলে সবচেয়ে বেশি বৃষ্টি হবে। ২৩ তারিখ পর্যন্ত উপরের দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে  ভারী বৃষ্টি ও নিচের মালদহ ও দুই দিনাজপুরেও ভারী বৃষ্টি সতর্কবার্তা রয়েছে।  -তথ্য-সন্দীপ প্রামাণিক