LIC Policy: প্রিমিয়াম দিতে পারছেন না? কীভাবে বাঁচাবেন আপনার পলিসি? জানুন বিশদে
লকডাউনে আর্থিক সঙ্কটের সম্মুখীন হয়েছেন অনেকে। এই অবস্থায় পলিসি না খুইয়ে মিস যাওয়া বিমার প্রিমিয়াম পরিশোধ কীভাবে করবেন জেনে নিন
1/6
নিজস্ব প্রতিবেদন: লকডাউনে আর্থিক সঙ্কটের সম্মুখীন হয়েছেন অনেক মানুষ। লোন শোধ বা বিমার প্রিমিয়াম (Insurance Premiums) দিতে গিয়ে হিমশিম খেতে হয়েছে। ম্যাচুরিটি না হওয়া পর্যন্ত প্রতি মাসে প্রিমিয়াম দিতে হবে। এদিকে সঠিক সময়ে প্রিমিয়াম না দিতে পারলে আপনার পলিসি খোয়ানোর আশঙ্কাও থাকে। তবে কিছু উপায় রয়েছে যার মাধ্যমে প্রিমিয়াম মিস করে গেলেও LIC Policy পুনরুদ্ধার করা সম্ভব। জেনে নিন।
2/6
সাধারণ পদ্ধতিতে এলআইসি পলিসি (LIC Policy) পুনরুদ্ধার (Revive) করতে পারবেন গ্রাহকরা। এই পদ্ধতিতে পলিসি ল্যাপস হয়ে যাওয়ার পর ৬ মাসের মধ্যে তা পুনরুদ্ধার করা সম্ভব। যদিও সেক্ষেত্রে প্রিমিয়াম (Premium) সহ একটা নির্দিষ্ট পরিমাণ সুদের অঙ্ক দিতে হবে আপনাকেই। যদিও এক্ষেত্রে কোনো ডকুমেন্ট কোম্পানির তরফে চাওয়া হয় না।
photos
TRENDING NOW
3/6
4/6
5/6
6/6
photos