Antarctica: সমুদ্রের তলায় আস্ত এক 'দেশ'! ৬ কোটি 'নাগরিক' সেই দেশের!
সাধারণত দল বেঁধে থাকে আইসফিশ। তবে তারা বাসা বেঁধেছে ১৯ ইঞ্চির দূরত্বে।
জার্মান আইসব্রেকার জাহাজ আর ভি পোলারস্টার্ন নিয়ে আন্টার্কটিকায় ঘুরে বেরিয়েছেন আলফ্রেড ওয়াগনর ইনস্টিটিউটের গবেষকেরা। আর বিস্ময়ের সঙ্গে আবিষ্কার করেছেন আইসফিশের এক বিশাল দেশ!
1/5
আন্টার্কটিকার ওয়েডেল সাগর
2/5
আইসফিশের কোটি কোটি বাসা
photos
TRENDING NOW
3/5
১৭০০ ডিম
জাহাজের নীচে লাগানো থাকে ক্যামেরা। সেই ক্যামেরার ফিড স্ক্রিনে দেখা যায়। দুই গবেষক দেখতে পান, ১৯ ইঞ্চির দূরত্বে বাসা বেঁধে বরফ-মাছেরা। ২৪০ বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে মাছের এই ঘরবাড়ি। সাধারণত দল বেঁধে থাকে আইসফিশ। তাঁদের পর্যবেক্ষণ, আন্টার্কটিকার ওই জায়গায় ৬ কোটি বাসা রয়েছে। একসঙ্গে অন্তত ১৭০০ ডিম পাড়ে আইসফিশ!
4/5
আইসফিশ
5/5
সমুদ্রের তলদেশে ক্যামেরা
photos