মায়ের ডাকেই আজ মন্দিরে এসেছি, দক্ষিণেশ্বরের ভিজিটরস্ বুকে লিখে গেলেন শাহ

Nov 06, 2020, 16:54 PM IST
1/5

রাজ্যসফরের দ্বিতীয়দিনে দক্ষিণেশ্বরে পুজো দিতে যান শাহ। বাংলায় তোষণের রাজনীতি চলছে। দক্ষিণেশ্বরে পুজো দিয়েই নাম না করে তৃণমূলকে তোপ দেগেছেন অমিত শাহের।

2/5

নাম না করে তৃণমূলকে আক্রমণ শাহের। জবাব দিয়েছে রাজ্যের শাসক-শিবিরও।  

3/5

রাজ্য সফরের দ্বিতীয় দিন। সকালেই দক্ষিণেশ্বরে পুজো দিলেন অমিত শাহ। মায়ের মূর্তির সামনে মিনিট পাঁচেক স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকার পর পুজো দেন। আরতি করেন।   

4/5

ভিজিটরস বুকে লেখেন, মায়ের ডাকেই আজ মন্দিরে। এখান থেকেই নরেন্দ্রনাথ, বিবেকানন্দ হয়েছিলেন। মায়ের দর্শন নতুন উত্‍সাহ ও চেতনা এনে দিল। মন্দির প্রশাসনকে ধন্যবাদ।   

5/5

দক্ষিণেশ্বর মন্দিরে মিনিট পনেরো ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মন্দিরের তরফ থেকে তাঁর হাতে তুলে দেওয়া হয়, প্রসাদী ফুল-শাড়ি ও রানি রাসমণির নামাঙ্কিত রুপোর মুদ্রা।