পুলিস কর্মীদের মধ্যে করোনার সংক্রমণ ঠেকাতে থানায় নয়া ব্যবস্থা চালু করল লালবাজার

Aug 13, 2020, 18:49 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন : করোনার সঙ্গে যুদ্ধে তাঁরা ফ্রন্টলাইন ওয়ারিয়র্স। আর সেই পুলিস কর্মীদের মধ্যে করোনার সংক্রমণ ঠেকাতে বিশেষ উদ্যোগ নিল লালবাজার।

2/5

এখন থেকে থানার গেটে ডিউটি অফিসারের নাম্বার থাকবে। কোনও অভিযোগ দায়ের করতে হলে প্রথমে ডিউটি অফিসারের সঙ্গে ফোনে কথা বলতে হবে। 

3/5

ফোনে কথা বলে যদি ডিউটি অফিসার বোঝেন যে সেটা বিচারযোগ্য অপরাধের অভিযোগ, তবেই অভিযোগকারীকে থানার ভিতরে ঢুকতে দেওয়া হবে।

4/5

অন্যথায় লিখিত অভিযোগের ছবি তুলে ডিউটি অফিসারকে হোয়াটসঅ্যাপ করতে হবে। তার প্রিন্ট আউট বের করে গেটের বাইরেই অভিযোগকারীকে রিসিভ কপি দিয়ে দেওয়া হবে। 

5/5

এর পাশাপাশি লালবাজারের তরফে থানার মধ্যে কোনও ব্যারাক না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুলিস কর্মীদের অন্যত্র থাকার ব্যবস্থা করা হবে।