Durga Puja 2024: অগণিত ভক্ত‌! মহাষ্টমীতে চিরাচরিত রীতিতেই কুমারী পুজো বেলুড় মঠে...

Belur Math: মহাষ্টমীর পুণ্য তিথিতে বেলুড় মঠে কুমারী পুজো। মঠের মূল মন্দিরের পাশে মঠ প্রাঙ্গণে করা হয়েছে দুর্গা মণ্ডপ। 

Oct 11, 2024, 11:39 AM IST
1/6

বেলুড় মঠে কুমারী পুজো

দেবব্রত ঘোষ: মহাষ্টমীর পুণ্য তিথিতে বেলুড় মঠে কুমারী পুজো। মঠের মূল মন্দিরের পাশে মঠ প্রাঙ্গণে করা হয়েছে দুর্গা মণ্ডপ।   

2/6

বেলুড় মঠে কুমারী পুজো

সেই মন্ডপে মা দুর্গার আরাধনা করছেন মহারাজরা। আজ সেখানেই কুমারী পুজো দেখতে অগণিত মানুষের ঢল।  

3/6

বেলুড় মঠে কুমারী পুজো

মণ্ডপের সামনে মঠ প্রাঙ্গণে ভক্ত দর্শনার্থীদের বসার জায়গা করে দেওয়া হয়েছে।   

4/6

বেলুড় মঠে কুমারী পুজো

এছাড়াও মঠের বিভিন্ন প্রান্তে থাকা জয়েন্ট স্ক্রিনের মাধ্যমে পুজোর অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হচ্ছে। এবার কুমারী হিসাবে পূজিত হচ্ছে বেলুড়ের বাসিন্দা সানভি মুখোপাধ্যায়(৫)।

5/6

বেলুড় মঠে কুমারী পুজো

উল্লেখ্য, স্বামী বিবেকানন্দের হাত ধরেই ১৯০১ খ্রিস্টাব্দে বেলুড় মঠে প্রথম দুর্গাপুজো শুরু হয়। মা সারদার অনুমতি অনুসারে শুরু হওয়া সেই পুজো ধারাবাহিকভাবে এখনো চলে আসছে।  

6/6

বেলুড় মঠে কুমারী পুজো

পুজোর দিন কয়েক হাজার মানুষের জন্য ভোগ রান্না হয় বেলুরমঠে।