আইসিসি প্রেসিডেন্ট হতে পারবেন সৌরভ গাঙ্গুলি? শ্রীলঙ্কার কিংবদন্তি বললেন বড় কথা

Jul 26, 2020, 11:56 AM IST
1/5

শশাঙ্ক মনোহর পদত্যাগ করার পর থেকেই আইসিসি-র প্রেসিডেন্ট পদ খালি। এই পদে এবার কাকে দেখা যাবে! দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছেন সৌরভ গাঙ্গুলি। এবার শ্রীলঙ্কার কিংবদন্তি কুমার সঙ্গাকারার সমর্থন পেলেন সৌরভ।

2/5

এর আগে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক গ্রেম স্মিথ বলেছিলেন, সৌরভ আইসিসি প্রেসিডেন্ট হওয়ার যোগ্য ব্যক্তি। এবার সাঙ্গাকারাও একই কথা বললেন। 

3/5

সাঙ্গাকারা জানিয়েছেন, তাঁর সঙ্গে সৌরভের সম্পর্ক ভাল বলে তিনি এমন দাবি করছেন না। বরং সৌরভের প্রশাসনিত কর্তা হিসাবে দক্ষতার জন্যই তিনি তাঁকে আইসিসির সর্বোচ্চ পদে দেখতে চান।

4/5

সাঙ্গাকারা বলেছেন, সৌরভের ক্রিকেট মস্তিষ্ক অসাধারণ। ওঁর মতো ক্রিকেট বোদ্ধা কম রয়েছে। খেলা ভাল বোঝে ও। আমার মনে হয় সৌরভ পরিবর্তন আনতে পারবে। 

5/5

সাঙ্গাকারা আরো বলেছেন, উঠতি ক্রিকেটার ও দর্শকরাই ক্রিকেটের ভিত। সৌরভ ক্রিকেটারদের সঙ্গে মিশতে পারে। বিসিসিআই সভাপতি হওয়ার পর আমি ওর কাজ দেখেছি। ও আইসিসি প্রেসিডেন্ট পদের যোগ্য।