BJP Marathon:পুলিসের অনুমতি ছাড়াই অলিম্পিক্সের সমর্থনে ম্যারাথন BJP-র

Aug 01, 2021, 09:22 AM IST
1/7

BJP Marathon:বিজেপির ম্যারাথন

BJP Marathon:বিজেপির ম্যারাথন

রেড রোডে এই কর্মসূচির কোনও অনুমতি নেই। তবুও ম্যারাথন শুরু বিজেপির। পুলিসের অনুমতি ছাড়াই দিলীপ ঘোষ, সৌমিত্র খাঁ-দের উপস্থিতিতে ম্যারাথন কর্মসূচি। 

2/7

BJP on red road: রেড রোডে বিজেপি

BJP on red road: রেড রোডে বিজেপি

বিজেপির যুব মোর্চার বেশকিছু কর্মী-সমর্থক জড়ো হয়েছিলেন রেড রোডে। প্রায় পঞ্চাশজনের মতো ভিড় দেখা যায়। তবে কর্মসূচির মাঝে পুলিসি বাঁধার মুখে পড়েনি বিজেপি। 

3/7

BJP YUVA MORCHA: বিজেপি যুব মোর্চা

BJP YUVA MORCHA:  বিজেপি যুব মোর্চা

অলিম্পিক্সে অংশগ্রহণকারী ভারতীয় অ্যাথলিটদের সম্মান জানাতেই দেশজুড়ে এই ম্যারাথন কর্মসূচির আয়োজন করা হয়েছে সর্বভারতীয় যুব মোর্চার তরফে।

4/7

Dilip Ghosh, soumitra: দিলীপ ঘোষ, সৌমিত্র

Dilip Ghosh, soumitra: দিলীপ ঘোষ, সৌমিত্র

পুলিস অনুমতি না দিলেও রেড রোডে দৌড়ল বিজেপির যুব মোর্চা। অলিম্পিক্সে ভারতীয় অ্যাথলিটদের সমর্থনেই দৌড়ের আয়োজন করা হয়েছিল।

5/7

marathon is successful: সফল ম্যারাথন

marathon is successful:  সফল ম্যারাথন

দিলীপ, সৌমিত্ররা ছাড়াও এদিন উপস্থিত ছিলেন যুব মোর্চার সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্ত, জয়প্রকাশ মজুমদার, রাহুল সিনহারা। 

6/7

kolkata police: কলকাতা পুলিস

kolkata police:  কলকাতা পুলিস

কলকাতা পুলিসের মতে, যেহেতু কোভিড বিধির কারণে জমায়েতে আংশিক নিষেধাজ্ঞা রয়েছে, তাই এমন কোনও অনুষ্ঠান করা যাবে না যাতে জনসমাগম হয়।

7/7

bjp: বিজেপি

bjp: বিজেপি

বিজেপির তরফে সর্বভারতীয় স্তরে এই কর্মসূচি নেওয়া হয়েছিল, তাই এ রাজ্যেও তা পালন করে বদ্ধপরিকর ছিল গেরুয়া শিবির।