Kolkata Metro: পুজোর আগেই সুখবর! এই স্টেশন পর্যন্ত চলবে মেট্রো, অরেঞ্জ লাইনে বড় আপডেট...

Kolkata Metro: কলকাতাবাসীদের জন্য সুখবর। পুজোর আগেই যাত্রীদের সুবিধার্থে ফের এক ধাপ মেট্রোর।

| Aug 06, 2024, 12:25 PM IST
1/6

অরেঞ্জ লাইনে বেলেঘাটা পর্যন্ত মেট্রো

Kolkata Orange Line Metro

অয়ন ঘোষাল: পুজোর আগেই কলকাতা মেট্রোয় বড় আপডেট! এবার মেট্রো মানচিত্রে জুড়তে চলেছে বেলেঘাটা স্টেশন।

2/6

অরেঞ্জ লাইনে বেলেঘাটা পর্যন্ত মেট্রো

Kolkata Orange Line Metro

পুজোর আগেই সম্ভবত বেলেঘাটা স্টেশন পর্যন্ত যাত্রী পরিষেবা শুরু হতে চলেছে অরেঞ্জ লাইন মেট্রোয়। এই মর্মে রেল বোর্ডের কাছে আর্জি পাঠাচ্ছে কলকাতা মেট্রো।

3/6

অরেঞ্জ লাইনে বেলেঘাটা পর্যন্ত মেট্রো

Kolkata Orange Line Metro

কমিশনার অফ রেলওয়ে সেফটির ইনসপেকশন হয়ে গিয়েছে। টেকনিক্যাল কিছু ইস্যু ছিল। সেগুলো কাটিয়ে উঠে পুজোর আগেই সম্ভবত বেলেঘাটা পর্যন্ত চালু হচ্ছে মেট্রো।

4/6

অরেঞ্জ লাইনে বেলেঘাটা পর্যন্ত মেট্রো

Kolkata Orange Line Metro

হেমন্ত মুখোপাধ্যায় থেকে বেলেঘাটা পর্যন্ত তৈরি হয়ে থাকা বাদবাকি অংশের পরিষেবা চালুর ব্যাপারে আশার বাণী শোনালেন কলকাতা মেট্রো রেলের সিপিআরও কৌশিক মিত্র। 

5/6

অরেঞ্জ লাইনে বেলেঘাটা পর্যন্ত মেট্রো

Kolkata Orange Line Metro

উল্লেখ্য, গতকাল থেকে অরেঞ্জ লাইন মেট্রোয় পরিবর্ধিত পরিষেবা চালু হয়েছে। যাত্রীদের দাবি ছিল, সকাল ৮ টা থেকে ট্রেন চালু হোক। 

6/6

অরেঞ্জ লাইনে বেলেঘাটা পর্যন্ত মেট্রো

Kolkata Orange Line Metro

সেইমতো সোম থেকে শনিবার সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত ২০ মিনিট অন্তর পরিষেবা চালু হয়েছে। ভালো সাড়াও মিলছে।