করোনা উপসর্গ রয়েছে কিনা, এবার বাড়ি বাড়ি ঘুরে তথ্য সংগ্রহ কলকাতা পুরসভার

Apr 16, 2020, 16:03 PM IST
1/4

বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু করল কলকাতা পুরসভা। বৃহস্পতিবার বেলগাছিয়ার ঘনবসতিপূর্ণ এলাকা থেকে শুরু হয় কাজ।

2/4

৩০ জনের দল। ৬ জনকে পিপিই কিট দেওয়া হয়। যেটা পরেই কর্মীরা বস্তিতে ঘরে ঘরে যাবে।

3/4

 কারও সর্দি, কাশি, জ্বর, শ্বাসকষ্ট আছে কিনা সেই তথ্য সংগ্রহ করবেন।

4/4

 তাঁরা কীভাবে কাজ করবেন সেটা গাইড করবেন চিকিত্সক. শান্তনু সেন। রাস্তায় পিপিই পরে কাজে নামেন স্বাস্হ্য কর্মীরা।