Acropolis Mall Fire: অ্যাক্রোপলিস মলে আগুন! ঘন কালো ধোঁয়া চারদিকে, আতঙ্কে হুড়োহুড়ি...

Acropolis Mall Fire Break Out: অ্যাক্রোপলিস মল থেকে ঘন কালো ধোঁয়া বেরতে দেখেই ভিড় জমে যায় রাস্তায়। 

Jun 14, 2024, 14:00 PM IST
1/6

অ্যাক্রোপলিস মলে আগুন!

Kolkata Acropolis Mall Fire

অয়ন ঘোষাল : শহর কলকাতায় ফের অগ্নিকাণ্ড। পার্ক স্ট্রিটের ম্যাগমা ভবনের পর এবার রাজডাঙার অ্যাক্রোপলিস মলে আগুন।  

2/6

অ্যাক্রোপলিস মলে আগুন!

Kolkata Acropolis Mall Fire

অ্যাক্রোপলিস মলের ফুড কোর্টে আগুন। আগুন লাগার সঙ্গে সঙ্গেই গোটা মল ঢেকে যায় কালো ধোঁয়ায়। আতঙ্কে মল থেকে বেরনোর জন্য হুড়োহুড়ি পড়ে যায়।   

3/6

অ্যাক্রোপলিস মলে আগুন!

Kolkata Acropolis Mall Fire

আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে প্রথমে পৌঁছয় ৪টি ইঞ্জিন। তারপর আরও ৩টি ইঞ্জিন এসে পৌঁছায়। শেষ পাওয়া খবর অনুযায়ী, ঘটনাস্থলে ১৫টি ইঞ্জিন ও ২টি হাইড্রলিক ল্যাডার কাজ করছে।  

4/6

অ্যাক্রোপলিস মলে আগুন!

Kolkata Acropolis Mall Fire

দমকল মন্ত্রী সুজিত বসু জানান, যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চলছে। আরও ইঞ্জিন পাঠানো হচ্ছে। তিনি নিজেও আসছেন বলে জানান।   

5/6

অ্যাক্রোপলিস মলে আগুন!

Kolkata Acropolis Mall Fire

পুলিস জানিয়েছে, মলের ভিতর কেউ আটকে নেই। মল কর্তৃপক্ষ জানিয়েছে, ভিতরে কোনও সাধারণ মানুষ নেই। আগুন লাগার সঙ্গে সঙ্গেই সবাইকে বের করে দেওয়া হয়।  

6/6

অ্যাক্রোপলিস মলে আগুন!

Kolkata Acropolis Mall Fire

শেষ পাওয়া খবর অনুযায়ী, দমকল কর্মীরা আগুনের উৎসের কাছাকাছি পৌঁছতে পেরেছে। বিশেষ মাস্ক পরে কাজ করছেন দমকল কর্মীরা।