ন্যাশনাল পেনশন সিস্টেম সম্পর্কে এই তথ্যগুলো জানেন

Dec 12, 2018, 19:10 PM IST
1/6

ন্যাশনাল পেনশন সিস্টেম

NPS_1

২০০৪ সালে চালু হয় ন্যাশনাল পেনশন সিস্টেম (এনপিএস)। প্রথমে এই সুবিধা পেতেন শুধুমাত্র সরকারি কর্মীরাই। ২০০৯ সালে সরকারি-বেসরকারি সব কর্মীরাই আবেদন করতে পারেন।

2/6

ন্যাশনাল পেনশন সিস্টেম

NPS_2

দু’ধরনের এনপিএস রয়েছে। টায়ার-১: এই প্রকল্পে টাকা রাখলে ৬০ বছর বয়স পর্যন্ত আমানত তোলা যাবে না।

3/6

ন্যাশনাল পেনশন সিস্টেম

NPS_3

টায়ার ২: এই প্রকল্পে সেভিংস অ্যাকাউন্টের মতো টাকা জমা করতে পারেন। আপনার প্রয়োজন মতো টাকা তুলতেও পারেন।  

4/6

ন্যাশনাল পেনশন সিস্টেম

NPS_4

গুরুতর অসুস্থ, সন্তানদের বিয়ের মতো বিশেষ কারণ দেখিয়ে আংশিক টাকা তোলার সুবিধা রয়েছে।

5/6

ন্যাশনাল পেনশন সিস্টেম

NPS_5

সর্বনিম্ন বেসিক মাইনের ১০ শতাংশ অর্থ এনপিএস জমা করা যাবে। সরকারি কর্মচারিদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য।

6/6

ন্যাশনাল পেনশন সিস্টেম

NPS_6

টায়ার ১ খাতের নিয়ম অনুযায়ী এক অর্থবর্ষে সর্বনিম্ন এক হাজার টাকা অ্যাকাউন্টে জমা রাখতে হবে। কিন্তু টায়ার ২ –র ক্ষেত্রে মাত্র ২৫০ টাকা জমা রাখলেই চলবে।