ট্রেনের কনফার্মড টিকিট বাতিল করলে কেন ক্ষেত্রে কাটা হয় কত টাকা, জেনে নিন

Aug 12, 2018, 15:05 PM IST
1/5

S 5

শেষ মূহুর্তে সফর বাতিল। ফলে ক্যান্সেল করতে হচ্ছে রেলের কনফার্মড টিকিট। কিংবা কোনও জায়গায় যাওয়ার জন্য জন্য আগে থেকেই কয়েকটি টিকিট কেটে রাখলেন। কোনও একটি কনফার্মড হলে বাকি টিকিট বাতিল করে দিলেন। এতে একটা চার্জ কেটে নেয় রেল। টিকিট ক্যান্সেলের চার্জ ধার্য হয় ক্লাস ও যাত্রার কত আগে তা ক্যান্সেল করছেন তার ওপরে। কিন্তু কোন ক্ষেত্রে কত চার্জ কাটা হয়?

শেষ মূহুর্তে সফর বাতিল। ফলে ক্যান্সেল করতে হচ্ছে রেলের কনফার্মড টিকিট। কিংবা কোনও জায়গায় ‌যাওয়ার জন্য জন্য আগে থেকেই কয়েকটি টিকিট কেটে রাখলেন। কোনও একটি কনফার্মড হলে বাকি টিকিট বাতিল করে দিলেন। এতে একটা চার্জ কেটে নেয় রেল। টিকিট ক্যান্সেলের চার্জ ধা‌র্য হয় ক্লাস ও ‌যাত্রার কত আগে তা ক্যান্সেল করছেন তার ওপরে। কিন্তু কোন ক্ষেত্রে কত চার্জ কাটা হয়?

2/5

S 4

যাত্রার ৪৮ ঘণ্টা আগে টিকিট বাতিল করলে এসি ফাস্ট ক্লাস ও একজিকিউটিভ ক্লাসের টিকিটের ক্ষেত্রে কাটা হয় ২৪০ টাকা।

যাত্রার ৪৮ ঘণ্টা আগে টিকিট বাতিল করলে এসি ফাস্ট ক্লাস ও একজিকিউটিভ ক্লাসের টিকিটের ক্ষেত্রে কাটা হয় ২৪০ টাকা।

3/5

S 3

এসি ২ টায়ারের ক্ষেত্রে কাটা হয় ২০০ টাকা। এসি থ্রি টায়ার/ এসি চেয়ার কার এর ক্ষেত্রে কেটে নেওয়া হয় ১৮০ টাকা। স্লিপার ক্লাসের ক্ষেত্রে ১৮০ টাকা কাটা হয়।

এসি ২ টায়ারের ক্ষেত্রে কাটা হয় ২০০ টাকা। এসি থ্রি টায়ার/ এসি চেয়ার কার এর ক্ষেত্রে কেটে নেওয়া হয় ১৮০ টাকা। স্লিপার ক্লাসের ক্ষেত্রে ১৮০ টাকা কাটা হয়।

4/5

S 2

টিকিট কাটার ৪৮ ঘণ্টা ও যাত্রার ১২ ঘণ্টা আগে টিকিট বাতিল করলে কেটে নেওয়া হয় টিকিটের দামের ২৫ শতাংশ।

টিকিট কাটার ৪৮ ঘণ্টা ও ‌যাত্রার ১২ ঘণ্টা আগে টিকিট বাতিল করলে কেটে নেওয়া হয় টিকিটের দামের ২৫ শতাংশ।

5/5

S 1

যাত্রার ১২-৪ ঘণ্টা আগে টিকিট বাতিল করা হলে কেটে নেওয়া হয় ভাড়ার ৫০ শতাংশ।

যাত্রার ১২-৪ ঘণ্টা আগে টিকিট বাতিল করা হলে কেটে নেওয়া হয় ভাড়ার ৫০ শতাংশ।