Modi Cabinet: শপথ নিলেন ৭২ জন, জেনে নিন মোদী ক্যাবিনেটের এই ৭ তথ্য

Modi Cabinet: নতুন মন্ত্রী করা হয়েছে মনোহরলাল খট্টর, এইচি ডি কুমারস্বামী, জে পি নাড্ডা, শিবরাজ সিং চৌহান, জিতনরাম মাঝি, জ্য়োতিরাদিত্য মাধব রাও সিন্ধিয়ার মতো নেতাকে

Jun 10, 2024, 13:19 PM IST
1/7

মোদীর শপথ

 মোদীর শপথ

তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শাপথ নিলেন নরেন্দ্র মোদী। তাঁর সঙ্গেই শপথ নিলেন আরও ৭১ জন মন্ত্রী। এদের মধ্যে ৩০ জন্য পূর্ণ মন্ত্রী। ৫ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত এবং ৩৬ জন প্রতিমন্ত্রী।  

2/7

নতুন মাইলস্টোন

নতুন মাইলস্টোন

নরেন্দ্র মোদীই দেশের দ্বিতীয় প্রধানমন্ত্রী যিনি জওহরলাল নেহরুর পর তৃতীয়বার দেশের প্রধানমন্ত্রী হলেন।  

3/7

রাষ্ট্রপতিভবন

রাষ্ট্রপতিভবন

প্রায় ৪২ ডিগ্রি তাপমাত্রায় রাষ্ট্রপতি ভবনের লনে হল শপথগ্রহণ। এইচ ডি কুমারস্বামী ও জেডিইউ লিডার লালন সিং এনডিএ সহযোগী নেতা হিসেবে শপথ নিলেন।  

4/7

কিরেন রিজিজু

কিরেন রিজিজু

উত্তর পূর্ব থেরে শপথ নিলেন সর্বানন্দ সোনওয়াল ও কিরেন রিজিজু ।  

5/7

জ্যোতিরাদিত্য সিন্ধিয়া

জ্যোতিরাদিত্য সিন্ধিয়া

কংগ্রেস ছেড়ে আসা জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে মন্ত্রী করা হল। চার পর পর এই প্রথম কোনও  বড় পদ পেলেন জ্যোতিরাদিত্য।

6/7

চিরাগ পাসোয়ান

চিরাগ পাসোয়ান

লোক জনশক্তি পার্টির চিরাগ পাসোয়ানকে মন্ত্রী করা হল। রাম বিলাস পাসোয়ানের ছেলে এভার ভোটে জিতে বিহারের রাজনীতিতে ফের নিজেকে প্রাসঙ্গিক করে তুললেন।

7/7

নতুন মন্ত্রী

নতুন মন্ত্রী

নতুন মন্ত্রী হলেন, মনোহরলাল খট্টর, এইচি ডি কুমারস্বামী, জে পি নাড্ডা, শিবরাজ সিং চৌহান, জিতনরাম মাঝি, চিরাগ পাসোয়ান, জ্য়োতিরাদিত্য মাধব রাও সিন্ধিয়ার মতো নেতাকে ।