KK's Daughter Taamara : 'দূর থেকে হাসছেন বাবা', শান-পাপনের সঙ্গে সুরেলা উদযাপন কেকে-কন্যার

| Aug 25, 2022, 21:12 PM IST
1/5

কেকের ৫৪তম জন্মদিন

গত ২৩ অগস্ট ছিল সাম্প্রতিক প্রয়াত গায়ক কেকে-র ৫৪ বছরের জন্মদিন। মৃত্যুর পর এই প্রথম কেকেকে ছাড়া তাঁর জন্মদিনটা কাটালেন গায়কের স্ত্রী, পুত্র এবং অনুরাগীরা। 

2/5

কেকে-কন্যার প্রথম পারফরম্যান্স

প্রয়াত গায়ককে শ্রদ্ধা জানাতে তাঁর জন্মদিনে একটি বিশেষ কনসার্টের আয়োজন করা হয়। আর সেই কনসার্টে প্রথমবার পারফর্ম করলেন কেকে-কন্যা তামারা। 

3/5

শান, পাপনের সঙ্গে তামারার গান

সেই কনসার্টের বেশকিছু ছবি নিজেই ইনস্টাগ্রামে শেয়ার করে নিয়েছেন কেকের মেয়ে তামারা। যেখানে তাঁর সঙ্গে দেখা গেল গায়কের ছেলে নকুল। ছিলেন শান, পাপন-এর মতো শিল্পীরা। 

4/5

আবেগপ্লুত তামারার পোস্ট

আবেগপ্লুত হয়ে প্রথমবার মঞ্চে পারফরম্যান্সের অভিজ্ঞতা শেয়ার করেছেন কেকের মেয়ে তামারা লিখেছেন, অসাধারণ অভিজ্ঞতা।  

5/5

'বাবা দূর থেকেই হাসছেন'

'শান আঙ্কেল'-এর সঙ্গে গান করার অভিজ্ঞতা ভীষণই মজার বলে লিখেছেন তামারা। তাঁর কথায়, 'বাবা হয়ত দূর থেকে দেখে খুশি হয়ে হাসছেন।'