ICC T20 World Cup 2022: চোট ছাড়া অন্য কারণে জন্য মহা কাপযুদ্ধ থেকে ছিটকে গিয়েছেন এই তারকা ক্রিকেটাররা, ছবিতে দেখে নিন
ICC T20 World Cup 2022: মারমার কাটকাট খেলার মাঠে নেমে অংশ হতে পারবেন না কয়েকজন তারকা ক্রিকেটার। বরং লেখা ভালো চোট ও অক্রিকেটীয় আচরণের জন্য মহা কাপযুদ্ধ থেকে ছিটকে গিয়েছেন একাধিক ম্যাচ উইনার। দেখে নিন সেই তালিকা।
সব্যসাচী বাগচী
হাতে আর মাত্র কয়েকটা দিন। তারপরেই শুরু হয়ে যাবে চার-ছক্কার বন্যা। অস্ট্রেলিয়ার মাটিতে ১৬ অক্টোবর শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ (ICC T20 World Cup 2022)। তবে আসল 'খেলা হবে' ২৩ অক্টোবর থেকে। কারণ সেদিনই মেলবোর্নের (MCG) বাইশ গজে নামছে দুই চিরপ্রতিদ্বন্দী ভারত (Team India) ও পাকিস্তান (Pakistan)। তবে এর আগে এই মারমার কাটকাট খেলার মাঠে নেমে অংশ হতে পারবেন না কয়েকজন তারকা ক্রিকেটার। বরং লেখা ভালো চোট ও অক্রিকেটীয় আচরণের জন্য মহা কাপযুদ্ধ থেকে ছিটকে গিয়েছেন একাধিক ম্যাচ উইনার। জসপ্রীত বুমরা (Jasprit Bumrah), রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja), জোফ্রা আর্চার (Jofra Archer) থেকে শুরু করে ডোয়েন প্রিটোরিয়াস (Dwaine Pretorius), রাসি ভ্যান ডার ডুসেন (Rassie van der Dussen), জনি বেয়ারস্টোর (Jonny Bairstow) মতো তারকারা চোটের জন্য ছিটকে গিয়েছেন। তেমনই শিমরন হেটমায়ার (Shimron Hetmyer),আন্দ্রে রাসেলদের (Andre Russel) বাদ যাওয়ার কারণ খারাপ পারফরম্যান্স ও অক্রিকেটীয় আচরণ। বাদ যাওয়া সেই ইমপ্যাক্ট প্লেয়ারদের তালিকার দিকে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক।