1/6
সৃজিতা মৈত্র : জেট যুগে বেড়েই চলেছে ব্যস্ততা। ঘুম থেকে বিশ্রাম সবই যেন বিলাসিতা। তাই পাল্লা দিয়ে বাড়ছে হার্টের সমস্যা। তাই হার্টের বিষয়ে সচেতন হলেও, অনেকেই কিন্তু আমরা আমদের সাইলেন্ট কিলার বা নীরব ঘাতক সম্পর্কে জানিই না। তা হল, আমাদের কিডনি। কারণ প্রাথমিক ভাবে কিডনির সমস্যা বোঝাই যায় না। এই জন্য শরীরের রেগুলার চেকআপ করা দরকার।
2/6
photos
TRENDING NOW
3/6
মুখে দুর্গন্ধ? বা স্বাদ নেই? কিডনিতে সমস্যার অন্যতম প্রাথমিক লক্ষণ
ডাক্তার পলা অলিভেইরার মতে, মুখে দুর্গন্ধ আপনাকে কিডনিতে সমস্যার কথা জানান দিতে পারে। শরীরে ইউরিয়ার মাত্রা বেড়ে যাওয়ার ফলে এই সমস্যা দেখা দিতে পারে। আমাদের শরীরে প্রোটিন ব্যবহার হওয়ার পর যে বর্জ্য পদার্থ নির্গত হয়, তা হল ইউরিয়া। বিশেষজ্ঞদের মতে, কিডনির কাজ শরীর থেকে বর্জ্য পদার্থগুলিকে ছেঁকে নিয়ে, মূত্র আকারে শরীর থেকে বার করে দেওয়া। ফলে কিডনিতে সমস্যা হলে শরীরে ইউরিয়ার মাত্রাও বৃদ্ধি পায়। অতিরিক্ত ইউরিয়ার কারণে মুখের স্বাদ ও গন্ধ বিগড়ে যেতে পারে।
4/6
শরীরে অতিরিক্ত ইউরিয়া কেন দেখা যায়?
5/6
শরীরে ইউরিয়ার মাত্রা কী ভাবে কমানো যাবে?
6/6
কিডনিতে সমস্যার অন্যান্য লক্ষ
photos