ছক্কা হাঁকিয়ে নিজেই নিজের গাড়ির কাঁচ ভাঙলেন তারকা ক্রিকেটার

Aug 28, 2020, 13:59 PM IST
1/5

বিধ্বংসী মেজাজে ব্যাট করছিলেন। একের পর এক ছক্কা হাঁকিয়ে গেলেন। আর সেই ছক্কায় গিয়ে পড়ল স্টেডিয়ামের বাইরে পার্ক করে রাখা নিজের গাড়িতে। ব্যাস তারপরেই ভাঙল কাঁচ।  

2/5

বৃহস্পতিবার এমনই কাণ্ড ঘটেছে ইন্টার-প্রভিনশিয়াল ক্রিকেট টুর্নামেন্টে। কেভিন ও'ব্রায়েন-এর হাঁকানো ছক্কা স্টেডিয়াম পার করে গিয়ে পড়ে তাঁর নিজেরই গাড়ির কাঁচের ওপর। স্বাভাবিকভাবেই ভাঙল গাড়ির কাঁচ।

3/5

ক্রিকেট আয়ারল্যান্ড আয়োজিত টি-টোয়েন্টি এই প্রতিযোগিতায় এদিন বিধ্বংসী মেজাজে ছিলেন তারকা আইরিশ ব্যাটসম্যান।  

4/5

রাজধানী ডাবলিনের পেমব্রোক ক্রিকেট ক্লাবের মাঠে লেইনস্টার লাইটনিং-এর হয়ে ৩৭ বলে ৮২ রানের ইনিংস খেলেন কেভিন। তাঁর বিধ্বংসী ইনিংসে সাজানো ছিল আটটি ওভার বাউন্ডারি। যার একটি আছড়ে পরে স্টেডিয়ামের বাইরে নিজেরই পার্ক করে রাখা গাড়িতে।  

5/5

কেভিন ও'ব্রায়েন এর গাড়ির পিছনের কাঁচ ক্ষতিগ্রস্ত হয়েছে। যা অবস্থা তাতে মেরামত ছাড়া আর কোনও উপায় নেই। আর এই মজার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে আয়ারল্যান্ড ক্রিকেট।