'গোমাতা'র জন্য বাজেট কমাল এই রাজ্য, রোজ ১ টাকা ৬০ পয়সা বরাদ্দ প্রতিটি গরুর জন্য
Aug 28, 2020, 13:27 PM IST
1/5
১৩০০ গোশালায় এক লাখ আশি হাজার গরু। কিন্তু তাদের সবার জন্য এবার বাজেট কমিয়ে দিল মধ্যপ্রদেশ সরকার।
2/5
রাজ্যের গোশালাগুলির জন্য ১১ কোটি টাকা বরাদ্দ করেছে মধ্যপ্রদেশ সরকার। অর্থাত্, প্রতিটি গরুর পেট ভরানোর জন্য রোজ ১ টাকা ৬০ পয়সা করে বরাদ্দ।
photos
TRENDING NOW
3/5
এত কম টাকায় গরুদের পেট ভরবে! প্রশ্ন উঠছে। মধ্যপ্রদেশের রাজনীতিতে গরু ও গোশালা বড় ইস্যু হয়। ভোটের সময় হাজারো প্রতিশ্রুতি। কিন্তু ভোট মিটলেই অবলা পশুদের জন্য বরাদ্দ কমতে থাকে।
4/5
মধ্যপ্রদেশের গোশালাগুলিতে বহু শ্রমিক কাজ করে। সরকার যা বাজেট করেছে তাতে গরুদের খাবার জোটাতেই হিমশিম খাবে মালিকরা। তার উপর শ্রমিকদের বেতন! চলবে কী করে!
5/5
গত অর্থ বর্ষে পশুপালনের জন্য ১৩২ কোটি টাকা বাজেট ঘোষণা করেছিল মধ্যপ্রদেশ সরকার। প্রতিটি গরুর জন্য রোজ ২০ টাকা করে বরাদ্দ ছিল। এবার সেটা কমে হল ১ টাকা ৬০ পয়সা।