প্রাণের বাজি রেখে কেরলে দুর্গতদের উদ্ধার করছে সেনা, দেখুন সেই সব ছবি

Aug 18, 2018, 20:56 PM IST
1/13

বিপর্যস্ত কেরল

kerala_15

কেরলে প্রতিকূল আবহাওয়াতে দুর্গতদের এয়ারলিফ্ট করছে ভারতীয় সেনা। জলের মাঝে দাঁড়িয়ে থাকা মানুষদের আকাশপথে উদ্ধার করে পৌঁছে দেওয়া হচ্ছে নিরাপদ আশ্রয় শিবিরে। একইসঙ্গে উঁচু জায়গাগুলিতে পাঠানো হচ্ছে ত্রাণ।  

2/13

বিপর্যস্ত কেরল

kerala_14

টানা বৃষ্টি বিপর্যয়ের মুখে অসহায় কেরল। মৃতের সংখ্যা সাড়ে তিনশো ছুঁইছুঁই। বানভাসী সাড়ে তিন লক্ষ। এখানেই শেষ নয়। রবিবার রাজ্যের এগারোটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। 

3/13

বিপর্যস্ত কেরল

kerala_11

যুদ্ধকালীন তত্‍পররতায় কেরলে কাজ করছে সামরিক বাহিনী। 

4/13

বিপর্যস্ত কেরল

kerala_10

দুর্গম এলাকাগুলিতে ত্রাণ পৌছে দিচ্ছে বায়ুসেনার কপ্টার। জলবন্দি চেঙ্গানুর শহরে শনিবার বিকেলে পৌছেছে সাহায্য।

5/13

বিপর্যস্ত কেরল

kerala_9

নৌসেনার ৪২ টি, স্থলসেনার ১৬ টি ও উপকূল রক্ষী বাহিনীর ৩৯ টি দল মোতায়েন। কাজ করছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৫৮ টি দলও।

6/13

বিপর্যস্ত কেরল

kerala_8

শনিবার ২৫০০ মানুষকে উদ্ধারের কথা জানিয়েছে উপকূলরক্ষী বাহিনী। 

7/13

বিপর্যস্ত কেরল

kerala_7

আলেপ্পিতে আচান কোভিল নদীর গ্রাসে গেছে কোল্লাকাদাভু গ্রাম। বাঁশের ব্রিজ তৈরি করে গ্রামবাসীদের উদ্ধার করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। 

8/13

বিপর্যস্ত কেরল

kerala_6

এর্নাকুলামে কুজকি গ্রামে পঞ্চাশজনকে উদ্ধার করেছে নৌসেনা। 

9/13

বিপর্যস্ত কেরল

kerala_5

মঙ্গলম বাঁধ সংলগ্ন আদিবাসী গ্রামে গাছ কেটে ব্রিজ তৈরি করে ত্রাণ সরবরাহ করা হয়েছে।

10/13

বিপর্যস্ত কেরল

kerala_4

ত্রাণশিবিরে রয়েছেন সাড়ে তিন লক্ষ মানুষ। তবে প্রশাসনের মূল মাথাব্যথা বানভাসিদের নিয়েই।

11/13

বিপর্যস্ত কেরল

kerala_3

লাগাতার বৃষ্টিতে বানভাসি আলেপ্পির চেরিয়ানাড়। ভেনমনি গ্রামের রাস্তায় নেমেছে নৌকা। 

12/13

বিপর্যস্ত কেরল

kerala_2

পালক্করে ধ্বংসের ছবি। একাধিক রাজ্যসড়ক হয় জলের তলায়, নয় চলার অযোগ্য।বাড়ি ঘরদোর ভেঙে বিপর্যস্ত জনপদ। 

13/13

বিপর্যস্ত কেরল

kerala_1

তাসের ঘরের মতো ভেঙে পড়ছে বহুতল। পাহাড় ভেঙে হুড়মুড়িয়ে এগিয়ে আসছে কাদার ধস। নদীর ওপর দোমড়ানো-মোচড়ানো সেতু। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে কেরালার ছবি দেখে বুক কেঁপে যাচ্ছে।