Mrinal Sen-Kaushik Ganguly: জন্মশতবর্ষে মৃণাল সেনকে শ্রদ্ধার্ঘ্য, কৌশিক গঙ্গোপাধ্যায়ের নতুন ছবি 'পালান'

Mar 03, 2022, 17:57 PM IST
1/6

'খারিজ'-এর আদলে

Kharij

অনুসূয়া বন্দ্যোপাধ্যায়: ১৯৮২ সালে মুক্তি পেয়েছিল মৃণাল সেনের ছবি খারিজ। রমাপদ চৌধুরীর উপন্যাস নিয়ে এই ছবিটি তৈরি করেন মৃণাল সেন।   

2/6

খারিজ

Kharij

কাজের ছেলে পালানের মৃত্যু ও তার থেকে রেহাই পেতে মধ্যবিত্তের চরম স্বার্থপরতার মুখোশ খুলে দেওয়াই এই ছবির বিষয়। এই ছবিরই কিছু চরিত্র ফিরে আসছে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবিতে।    

3/6

শ্রদ্ধার্ঘ্য

Tributes

আগামী বছর কিংবদন্তি পরিচালক মৃণাল সেনের জন্মশতবর্ষ। তাঁকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে খারিজ ছবির চরিত্রদের নিয়ে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি 'পালান'। তবে এই ছবির প্রেক্ষাপট ২০২২।     

4/6

অঞ্জন-মমতা-শ্রীলা

Anjan-Mamata-Sreela

খারিজের তিন মুখ্য চরিত্রের অভিনেতা অঞ্জন দত্ত, মমতা শঙ্কর ও শ্রীলা মজুমদারকে দেখা যাবে এই ছবিতে। ছবির নাম 'পালান' হলেও এই ছবিতে পালান নামের কোনও চরিত্র নেই।   

5/6

শুটিং শুরু

Shooting

এছাড়াও এই ছবিতে রয়েছেন যিশু সেনগুপ্ত ও পাওলি দাম। ২৫ মার্চ থেকে শুরু হবে শুটিং।   

6/6

ছবি মুক্তি

Movie Release

আগামী বছর মৃণাল সেনের জন্মশতবর্ষে মুক্তি পাবে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি 'পালান'। ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন প্রমোদ ফিল্মস ও বিগ ডে।