Katrina Kaif And Vicky Kaushal: হলদির পর মেহেন্দি, ভাইরাল ভিকি-ক্যাটের PHOTOS

Dec 12, 2021, 17:41 PM IST
1/8

ভিকি কৌশল- ক্যাটরিনা কাইফের বিয়ে

Vicky Kaushal-Katrina Kaif Wedding

গত ৯ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়েন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। তাঁদের বিয়ে ঘিরে ছিল হাই সিকিউরিটি। প্রবেশ করতে দরকার ছিল বিশেষ পাসওয়ার্ড। ছবিতে ভিকি-সানি, দুই ভাইয়ের নাচের ছবি নজরকাড়া।    

2/8

ভিকি কৌশল- ক্যাটরিনা কাইফের বিয়ে

Vicky Kaushal-Katrina Kaif Wedding

প্রেম হোক বা বিয়ে কোনও বিষয়েই প্রকাশ্যে মুখ খোলেননি এই তারকা যুগল। রাজস্থানের সাওয়াই-মাধোপুরের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় বসেছিল বিয়ের আসর। বিয়ের পর থেকেই ভাইরাল তাঁদের অনুষ্ঠানের ছবি। 

3/8

ভিকি কৌশল- ক্যাটরিনা কাইফের বিয়ে

Vicky Kaushal-Katrina Kaif Wedding

বিয়ের দিনই বিয়ের সাজের ছবি থেকে সিঁদুর দান, ভাগ করে নিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। তারপর দেন গায়ে হলুদের ছবি। আর রবিবার শেয়ার করলেন মেহেন্দির অনুষ্ঠানের ছবি। মেহেন্দির অনুষ্ঠানে একসঙ্গে নাচছেন ভিকি-ক্যাট। 

4/8

ভিকি কৌশল- ক্যাটরিনা কাইফের বিয়ে

Vicky Kaushal-Katrina Kaif Wedding

শুধু বর-বধূ একসঙ্গে নয়, পাল্লা দিয়ে পরিবারের মানুষের সঙ্গেও নেচেছেন ক্যাটরিনা-ভিকি। তবে ‘ভিক্যাট’ জুটির মেহেন্দির খরচ শুনলে চোখ কপালে উঠবে। অরগ্যানিক এই হেনা রাজস্থানেরই সোজাট থেকে আনানো হয়েছিল।

5/8

ভিকি কৌশল- ক্যাটরিনা কাইফের বিয়ে

Vicky Kaushal-Katrina Kaif Wedding

তবে এই হেনার দাম নাকি ৫০ হাজার থেকে ১ লাখের মধ্যে। এই ছবিতে হাত ভর্তি মেহেন্দি পরে, শ্বশুর শ্যাম কৌশলের সঙ্গে নাচতে দেখা গেল ক্যাটরিনাকে।

6/8

ভিকি কৌশল- ক্যাটরিনা কাইফের বিয়ে

Vicky Kaushal-Katrina Kaif Wedding

জয়পুরে তিন দিন ধরে বসেছিল ভিকি কৌশল আর ক্যাটরিনা কাইফের বিয়ের আসর। মেহন্দির রাতে গার্ল গ্যাংয়ের সঙ্গে ক্যাটরিনা কাইফ। 

7/8

ভিকি কৌশল- ক্যাটরিনা কাইফের বিয়ে

Vicky Kaushal-Katrina Kaif Wedding

ছবি দেখে দুই তারকার ব্যক্তিগত জীবনের রসায়ন নজর কেড়েছে নেটিজেনদের। সোনালী রঙের শেরওয়ানিতে ভিকি ও সোনালীর ওপর লাল-হলুদ-সবুজ জরি সুতোর কাজ করা লেহেঙ্গা পরেছিলেন ক্যাটরিনা। 

8/8

ভিকি কৌশল- ক্যাটরিনা কাইফের বিয়ে

Vicky Kaushal-Katrina Kaif Wedding

সূত্রের খবর, মলদ্বীপে হনিমুন সেরেই মুম্বইয়ের জুহুতে নতুন বিলাসবহুল বাড়িতে সংসার শুরু করবেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ।