Christmas 2020: সেলিব্রশনের মেজাজে Priyanka, Nick, Kareena, Malaika, Shahid-রা

Dec 25, 2020, 18:58 PM IST
1/9

গোটা বছরটা কেটেছে মহামারীর আবহে। তবে কঠিন পরিস্থিতি একটু কাটতেই ফের উৎসবের মেজাজে ফিরেছে তারকারা। ক্রিসমাসের সেলিব্রেশনে মাততে দেখা গেল কাপুর পরিবারের সমস্ত সদস্যদের।

2/9

বরুণ ধাওয়ানের সঙ্গে ক্রিসমাসের সেলিব্রেশনে কিয়ারা আডবাণী। 

3/9

ক্রিসমাসের সেলিব্রেশনে করিশ্মা কাপুর (Karisma Kapoor)।

4/9

হাবি নিক জোনাসের সঙ্গে ক্রিসমাসের সেলিব্রেশনে প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। 

5/9

মা-বাবা, বোন, ছেলে ও বোনের দুই সন্তানের সঙ্গে ক্রিসমাস সেলিব্রেট করছেন মালাইকা অরোরা (Malaika Arora)র।

6/9

পরিবারের সঙ্গে ক্রিসমাসের সেলিব্রেশনে কাজল (Kajol)। অনুরাগীদের ক্রিসমাসের শুভেচ্ছা জানিয়ে পরিবারের সকল সদস্যদের এক টুকরো ছবির কোলাজ পোস্ট করেছেন অভিনেত্রী। 

7/9

স্বামী সইফ আলি খান (Saif Ali Khan) আর ছোট্ট তৈমুরের সঙ্গে ক্রিসমাসের সেলিব্রেশনে করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)। 

8/9

স্ত্রী মীরার সঙ্গে ক্রিসমাসের সেলিব্রেশনে অভিমনেতা শাহিদ কাপুর (Shahid Kapoor)।  

9/9

দুই ছেলে রিয়ান ও রাহিলকে নিয়ে ক্রিসমাসের সেলিব্রেশনে জেনেলিয়া ডি'সুজা ও রীতেশ দেশমুখ (Riteish Deshmukh and Genelia D'Souza)।