Karan Johar 50th Bairthday Bash: শাহরুখ-কাজল থেকে দীপিকা-রণবীর, করণ জোহরের ৫০ তম জন্মদিনের পার্টিতে আমন্ত্রিত কারা?

May 25, 2022, 14:16 PM IST
1/5

করণের বার্থডে পার্টির অতিথি তালিকা

Karan Johar Birthday Party guest list 1

নিজস্ব প্রতিবেদন: বুধবার করণ জোহরের ৫০ তম জন্মদিন। এদিন জন্মদিন উপলক্ষে এক গ্র্যান্ড পার্টি থ্রো করেছেন পরিচালক প্রযোজক। যশ রাজ স্টুডিওর একটা গোটা ফ্লোর সাজানো হয়েছে সিনেমার সেটের মতো। পার্টির থিম কালার রেড। চারপাশ সাজানো হচ্ছে লাল গোলাপ দিয়ে।   

2/5

করণের বার্থডে পার্টির অতিথি তালিকা

Karan Johar Birthday Party guest list 2

তবে পার্টির ড্রেস কোড কালার ব্ল্যাক ও ব্লিং। শোনা যাচ্ছে দক্ষিণী সুপারস্টার থেকে শুরু করে প্রায় গোটা বলিউড থাকছে করণের পার্টিতে। সবমিলিয়ে করণের পার্টি যে বলিউডের এ যাবৎ অন্যতম সেরা বার্থডে পার্টি হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।   

3/5

করণের বার্থডে পার্টির অতিথি তালিকা

Karan Johar Birthday Party guest list 3

কান ফিল্ম ফেস্টিভাল থেকে মাত্র একদিনের জন্য মুম্বই আসছেন দীপিকা পাড়ুকোন, উপলক্ষ্য করণ জোহরের জন্মদিনের পার্টি।   

4/5

করণের বার্থডে পার্টির অতিথি তালিকা

Karan Johar Birthday Party guest list 4

দীপিকার সঙ্গে রণবীর সিংও রয়েছেন কানে। তিনিও ফিরছেন স্ত্রীয়ের সঙ্গে।   

5/5

করণের বার্থডে পার্টির অতিথি তালিকা

Karan Johar Birthday Party guest list 5

শোনা যাচ্ছে এই পার্টির গেস্ট অফ অনার হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছে করণ জোহরের সবচেয়ে কাছের বন্ধু শাহরুখ খানকে।