Cyclone Dana Update: সাইক্লোন ডানার প্রভাবে গঙ্গাসাগরে প্রবল জলোচ্ছ্বাস, জলের তলায় কপিলমুনির আশ্রম!

Kapil Muni Ashram: ঘূর্ণিঝড় ডানার জেরে বাংলা ও ওড়িশা জুড়ে চলছে ভারী বৃষ্টিপাত। সকাল ৭টায় তীব্র ঘূর্ণিঝড়ের শেষের অংশ বা লেজের অংশ স্থলভাগে ঢুকেছে। সময়ের সঙ্গে সঙ্গে ঘূর্ণিঝড় দানার প্রভাব পড়তে শুরু করেছে। প্রবল জলোচ্ছ্বাসে জলমগ্ন কপিলমুনির আশ্রম। 

Oct 25, 2024, 10:06 AM IST
1/5

কপিলমুনির আশ্রম

নকীবউদ্দীন গাজী: ভয়ংকর বৃষ্টিতে জলমগ্ন কপিলমুনির আশ্রম।   

2/5

কপিলমুনির আশ্রম

ডানার প্রভাবে ক্রমশই বাড়ছে জলোচ্ছ্বাস।   

3/5

কপিলমুনির আশ্রম

বৃষ্টির জল জমেছে, পাশাপাশি উত্তাল হয়ে উঠেছে কপিলমুনির আশ্রম সংলগ্ন সমুদ্র।   

4/5

কপিলমুনির আশ্রম

ঝোড়ো হাওয়া ও তুমুল বৃষ্টিতে পড়ে গেছে একাধিক গাছ। ক্ষতি হয়েছে চাষের জমিও।   

5/5

কপিলমুনির আশ্রম

মরা কোটাল চলছে। তাসত্ত্বেও ভাঙা বাঁধের অংশ দিয়ে সামুদ্রিক জলোচ্ছ্বাসের কারণে জল ঢুকে যায় আশ্রমে।