বিশ্ববিদ্যালয়ের আচার্য! নতুন দায়িত্ব ও সম্মান পাচ্ছেন বিশ্বজয়ী কপিল দেব

Sep 15, 2019, 10:15 AM IST
1/5

উপাচার্য় হবেন কপিল

উপাচার্য় হবেন কপিল

দেশের দুটি ক্রীড়া বিশ্ববিদ্যালয় রয়েছে গুজরাত ও চেন্নাইয়ে। স্বর্ণিম গুজরাত এবং চেন্নাইয়ে ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস ইউনিভার্সিটি ছাড়াও মণিপুরে আরও একটি ক্রীড়া বিশ্ববিদ্যালয় তৈরির কথা রয়েছে। আর এবার হরিয়ানাতেও হবে ক্রীড়া বিশ্ববিদ্যালয়। 

2/5

উপাচার্য় হবেন কপিল

উপাচার্য় হবেন কপিল

সোনিপথের রাইয়ে ক্রীড়া বিশ্ববিদ্যালয় তৈরি করবে হরিয়ানা সরকার। আর সেই বিশ্ববিদ্যালয়ে আচার্য হবেন বিশ্বকাপজয় অধিনায়ক কপিল দেব। 

3/5

উপাচার্য় হবেন কপিল

উপাচার্য় হবেন কপিল

হরিয়ানার ক্রীড়ামন্ত্রী অনিল ভিজ জানিয়েছেন, কপিল দেব হরিয়ানার ক্রীড়াবিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে দায়িত্বে থাকবেন। 

4/5

উপাচার্য় হবেন কপিল

উপাচার্য় হবেন কপিল

হরিয়ানার এই বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত অনুমোদন অবশ্য এখনও দেননি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তবে বাকি সব কাজই প্রায় শেষ বলে জানা গিয়েছে। এবার শুধু ছূড়ান্ত অনুমোদনের অপেক্ষা!

5/5

উপাচার্য় হবেন কপিল

উপাচার্য় হবেন কপিল

কপিল দেবের ক্রিকেটে অভিষেক হয়েছিল ১৯৭৫ সালে। 'হরিয়ানা হারিকেন' নামে পরিচিত কপিল দেব প্রথম ম্যাচেই পাঞ্জাবের বিরুদ্ধে ছয় উইকেট নিয়েছিলেন।