1/6
2/6
photos
TRENDING NOW
3/6
এই পোস্টটি নিয়ে সমালোচনার পরও অনড় কনক সরকার। ফেসবুকে তিনি লিখেছেন, হিন্দু ভগবানকে বিরূপ মন্তব্য করার পরও শ্রীজাতকে সমর্থন করছি। একটি সম্প্রদায়ের বিরুদ্ধে যিনি লিখেছিলেন, তাঁতে সমর্থন করেছি। বিভিন্ন সেমিনারে পুরুষদের বিরুদ্ধে সোচ্চার হন নারীবাদীরা। কোনও ব্যক্তির বিরুদ্ধে কিছু বলিনি। সমাজ তত্বের গবেষণার সঙ্গে আমি যুক্ত। সমাজের ভাল জন্যই লিখেছি। এরইসঙ্গে সুপ্রিম কোর্টে তথ্যপ্রযুক্তি আইনের ৬৬এ ধারা খারিজের কথা মনে করিয়ে তিনি লিখেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে মতপ্রকাশের স্বাধীনতা রয়েছে তাঁর।
4/6
ফেসবুক পোস্টে কনক সরকার লিখেছিলেন, সিল না করা নরম পানীয়ের বোতল বা বিস্কিট প্যাকেট কিনবেন? কুমারী মেয়েকে স্ত্রী হিসেবে পাওয়ার সুবিধা বোঝে না বোকা ছেলেরা। জন্মের সময় থেকে প্রাকৃতিকভাবে সিল করা থাকে মেয়েরা। কুমারী মেয়ের অর্থ মূল্যবোধ, সংস্কৃতি এবং স্বচ্ছতা। অনেক ছেলেরাই মনে করেন, কুমারী মহিলা পরীর মতো।
5/6
6/6
photos