ভারতের বাজারে এল দেশের Fastest ইলেকট্রিক বাইক, দাম মধ্যবিত্তের সাধ্যের মধ্যে
Feb 17, 2021, 15:30 PM IST
1/5
ভারতের বাজারে দুটি হাইস্পিড ইলেকট্রিক মোটরসাইকেল লঞ্চ করল Kabira Mobility. KM3000 ও KM4000 নামের দুটি মোটরসাইকেল লঞ্চ করল সংস্থাটি।
2/5
KM4000 ভারতের Fastest ইলেকট্রিক মোটরসাইকেল বলে দাবি করছে সংস্থাটি। এই মোটরসাইকেলের দাম 1,36,990 টাকা।
photos
TRENDING NOW
3/5
KM3000-এর দাম 1,26,990 টাকা। এই মডেলে 4kWh ব্যাটারি থাকছে। এই মোটরসাইকেল ইকোনমি মোডে ১২০ কিমি ও স্পোর্টস মোডে ৯০ কিমি দূরত্ব পার করতে পারবে।
4/5
KM4000-এ 4.4kWh ব্যাটারি থাকবে। ইকোনমি মোডে এই মোটরসাইকেল ১৫০ কিমি যাবে। স্পোর্টস মোডে ৯০ কিমি। এই মোটরসাইকেলেরর গতি ঘণ্টায় ১২০ কিমি। বলা হচ্ছে, এখনও পর্যন্ত ভারতে লঞ্চ হওয়া ইলেকট্রিক মোটরসাইকেলগুলির মধ্যে এটিই Fastest.
5/5
দুটি মডেলই ব্যবহৃত ব্যাটারি প্রায় তিন ঘণ্টায় ৮০ শতাংশ চার্জ হবে। বুস্ট চার্জে লাগবে ৫০ মিনিট। ইকো চার্জ মোডে সাড়ে ছ ঘণ্টা সময় লাগবে।