১৯৯২ সালের এপ্রিলে এ শহরে কোন যুগান্তকারী ঘটনা ঘটেছিল মনে পড়ে?
Kabir Suman Birthday: দেখতে-দেখতে ৭৪টি বসন্ত পার করে ফেলেছেন। এসে দাঁড়িয়েছেন ৭৫-এর ধী-তে, সৌন্দর্যে, প্রজ্ঞায়! আজ, ১৬ মার্চ তাঁর জন্মদিন। ১৯৪৯ সালের এই দিনে তাঁর জন্ম। তিনি বাংলাগানের নতুন বিগ্রহ। সুমন চট্টোপাধ্যায়। কবীর সুমন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দেখতে-দেখতে ৭৪টি বসন্ত পার করে ফেলেছেন। এসে দাঁড়িয়েছেন ৭৫-এর ধী-তে, সৌন্দর্যে, প্রজ্ঞায়! আজ, ১৬ মার্চ তাঁর জন্মদিন। ১৯৪৯ সালের এই দিনে তাঁর জন্ম। তিনি বাংলাগানের নতুন বিগ্রহ। সুমন চট্টোপাধ্যায়। কবীর সুমন। 'বিগ্রহ' শব্দটিতে হয়তো স্বয়ং শিল্পীর আপত্তি থাকবে। কেননা, অন্যরকম জীবনদর্শনে, অন্যরকম জীবনযাপনে বিশ্বাসী তিনি। বাঙালির চিরচেনা অভ্যাসকে দুমড়ে-মুচড়ে তিনি নিজের মতো করে বাঁচতে জানেন, নিজের মতো করে ভাবতে জানেন।
1/6
১৯৯২-এর বসন্তে
2/6
'তোমাকে চাই'
photos
TRENDING NOW
3/6
অনন্য
4/6
বাঙালি মুগ্ধ হল, ক্রুদ্ধ হল, কষ্ট পেল
5/6
নতুন নক্ষত্র!
6/6
আজও বাংলা গান নিয়ে অভিনব সব পরীক্ষায় মেতে
কত জায়গায় যে ডাক পাচ্ছেন! কলেজ সোশ্যালতে তো তখন প্রথম পছন্দই তিনি! একটা গিটার নিয়ে একটা লোক মাতিয়ে রাখছেন তিন ঘন্টা! 'তোমাকে চাই' যেন গিলে ফেলল কলকাতাকে, বাঙালিকে। নতুন দিনের এই বাংলা গানের কারিগরকে নিয়ে উন্মাদনা তখন তুঙ্গে। যা কোনওদিনই সেভাবে কমেনি। একের পর এক অসাধারণ সব গানের জন্ম দিয়ে গিয়েছেন তিনি। আজও বাংলা খেয়াল নিয়ে অভিনব সব পরীক্ষা-নিরীক্ষায় মেতে।
photos